ডিজে সনিকা ন্যাড়া হলেন!

ডিজে সনিকা

বিনোদন ডেস্ক : টেলিভিশনে উপস্থাপনা, অভিনয় এসবের পাশাপাশি মারজিয়া কবির সনিকার আরেকটি পরিচয় আছে। ডিজে সনিকা বললেই বরং সবাই চট করে চিনে ফেলেন। এবার নিজেকে নতুন সাজে চেনালেন। সুন্দর ঝলমলে চুল ফেলে দিয়ে একবারে সটান ন্যাড়া লুকে হাজির হয়েছেন সনিকা।

ডিজে সনিকা

কিন্তু কেন এই বেশ? আসলে মিউজিকের বাইরে নিজের সাজগোজ, ফ্যাশন নিয়ে আলোচনায় থাকেন তিনি প্রায়ই। কখনও ইতিবাচক সাড়া পান, কখনো আবার নিন্দাও সহ্য করতে হয়।

তবে নিজের খুশিমতই চলতে পছন্দ করেন। সেটার প্রমাণ আবারও দিলেন। সম্প্রতি চুল ফেলে দেওয়া ছবি ফেসবুক পেজে পোস্ট করেছেন ডিজে সনিকা। গত ৪ এপ্রিল ন্যাড়া হয়েছেন বলে জানান তিনি।

তবে তাকে এমন রূপে দেখে তার মেয়েও নাকি অবাক। মেয়ে বলেছে, ‘তোমাকে ঠিক মায়ের মতো লাগছে না!’ সম্প্রতি সনিকা একটি টিভি অনুষ্ঠানে এসে ন্যাড়া হওয়ার কারণ পরিষ্কার করেছেন।

বিকাশ একাউন্ট বন্ধ হলে যা করবেন

সেখানে তিনি বলেন, ‘আমাকে যারা অনুসরণ করেন, সেই ভক্তরা জানেন, আমি সবসময় নিজেকে নিয়েই এক্সপেরিমেন্ট করি, নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করি। যখন আমি ডিজে শুরু করি, তখন আমার লম্বা কালো চুল ছিল। এরপর কিছু সময় যাওয়ার পর আমি চুলে কালার দিলাম, শর্ট বব করলাম, সবুজ করলাম, লাল করলাম, ব্লন্ড করলাম। এখন দেখি সব স্টাইল করা শেষ। কী করা বাকি? একমাত্র চুল ফেলে দেওয়া বাকি।’