DLSS-FSR: গেমিং দুনিয়াকে বদলে দেওয়া অভিনব প্রযুক্তি!

DLSS

২০১৮ সালের আগে কম্পিউটার গেমিং অভিজ্ঞতা ছিলো এক ধরনের এবং একটি বিশেষ প্রযুক্তির বাস্তবায়ন হওয়ার পর তা অন্য রূপ ধারণ করল। জনপ্রিয় গ্রাফিক্স কার্ড কোম্পানি NVIDIA ডিপ লার্নিং সুপার স্যাম্পলিং (Deep Learning Super Sampling) বা DLSS নামক একটি স্পেশাল প্রযুক্তির পরিচয় করিয়ে দেয়। গেমিং দুনিয়ায় এ প্রযুক্তি বেশ আলোড়ন তৈরি করেছিল।

DLSS

DLSS প্রযুক্তি মনে করিয়ে দেয় যে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে গেমিং দুনিয়াতে অনেক ফিচার উপভোগ করা সম্ভব। রিয়েল টাইমে নিম্ন রেজুলেশন এর ছবিকে উচ্চতর রেজুলেশনে উন্নত করতে DLSS পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে।

সবথেকে মজার ব্যাপার হচ্ছে এটি করার জন্য আপনার সেটিং এ হাত দেওয়ার প্রয়োজন নেই। যে সেটিং বজায় রেখে খেলছেন ওটাকে বর্তমানে রেখেই ফ্রেম পার সেকেন্ড বৃদ্ধি করা সম্ভব। তবে সবথেকে মজার ব্যাপার হচ্ছে DLSS এর মাধ্যমে এত পরিমাণ ফ্রেম পার সেকেন্ড পাওয়া সম্ভব হচ্ছে যে তা সবাইকে অবাক করে দিয়েছিল।

এই প্রযুক্তি নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে ইমেজ বিশ্লেষণ এবং পুনর্গঠন করতে পারে। ডিএলএসএস টেকনোলজির দুটি অংশ রয়েছে। একটি কোয়ালিটি এবং অন্যটি পারফরম্যান্স।‌ কোয়ালিটি অংশের কাজ হচ্ছে বর্তমান সেটিং পরিবর্তন না করি ইমেজের রেজুলেশন বৃদ্ধি করা।

আর পারফরমেন্স অংশের কাজ হচ্ছে সেটিং পরিবর্তন না করে Lag হ্রাস করা এবং ফ্রেম পার সেকেন্ড বৃদ্ধি করা সহ  পারফরমেন্সে ইমপ্রুভমেন্ট নিয়ে আস। এটি করতে গিয়ে ছবির কোয়ালিটির ক্ষেত্রে তেমন নেতিবাচক প্রভাব পড়ে না।

জনপ্রিয় আরও একটি গ্রাফিক্স কার্ড ডেভেলপার কোম্পানি হল এডভান্স মাইক্রো ডিভাইস বা AMD। তারা NVIDIA এর DLSS এর পরিবর্তে FidelityFX Super Resolution বা FSR টেকনোলজি নিয়ে আসে। ২০২১ সালে তারা এ টেকনোলজিকে সবার সামনে পরিচয় করিয়ে দেয়।

আপস্কেলিং আলগরিদম ব্যবহার করে তারা ইমেজের কোয়ালিটি বৃদ্ধি করে থাকে। তারা পারফরমেন্স বৃদ্ধি করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিয়ে থাকে। তবে DLSS এর মত এতটা উন্নত কিছু করতে না পারলেও গেমিং এর পারফরমেন্সের উন্নতি ঘটাতে সক্ষম AMD এর FidelityFX Super Resolution প্রযুক্তি।