জুমবাংলা ডেস্ক : গ্রেফতারের পর পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম ভারত বা অন্য কোনো দেশে পালিয়ে গিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার সাজ্জাত আলী।
মঙ্গলবার সকালে ডিএমপির সদর দপ্তরের সম্মেলনকক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর শাহ আলমকে উত্তরা পূর্ব থানা থেকে কুষ্টিয়া প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার ভূমিকার জন্য করা একটি মামলায় ৮ জানুয়ারি তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়। ৯ জানুয়ারি দুপুরে উত্তরা পূর্ব থানা হেফাজত থেকে তিনি পালিয়ে যান।
এক প্রশ্নের জবাবে ডিএমপির কমিশনার সাজ্জাত আলী বলেন, সাবেক ওসিকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়েছিল। তিনি পালিয়ে যাওয়ার পর প্রশ্ন উঠেছে যে তাকে পুলিশ ছেড়ে দিয়েছে। তাকে ছেড়ে দেওয়ার জন্য ধরা হয়নি। এমন হলে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে আনার দরকার ছিল না, সেখানেই ছেড়ে দিতে পারত পুলিশ। বাস্তব কথা হচ্ছে যে একটু সহানুভূতি দেখাতে গিয়েছিলেন পুলিশ সদস্যরা। তাকে হাজতখানায় না ঢুকিয়ে একজন পুলিশ কর্মকর্তার কক্ষে রাখা হয়। হাজতে থাকলে হয়তো পালাতে পারতেন না। যাকে দায়িত্বে রাখা হয়েছিল, তার হয়তো গাফিলতি ছিল। এই ফাঁকে সেই সাবেক ওসি পালিয়ে গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।