বিনোদন ডেস্ক : বিচ্ছেদ গুঞ্জন পিছু ছাড়ছে না অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের। এ দম্পতির সবকিছুতেই বিচ্ছেদের গন্ধ খুঁজে পাচ্ছেন নেটাগরিকেরা। এদিকে নিন্দুকের মুখে ছাই দিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন অভিষেক। এবার তার মুখে শোনা গেল রাই সুন্দরীর প্রতি আনুগত্য।
গতকাল রোববার একটি ভিডিও ভাইরাল হয়। তা দেখে বোঝা যায়, একই সঙ্গে মেয়ে আরাধ্যার ১৩ বছরের জন্মদিন পালনও করেছেন দুজনে। সে রাতেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন অভিষেক।
ওই অনুষ্ঠানে অভিষেককে প্রশ্ন ছুড়ে দেন উপস্থাপক, “আপনি কী করে এত ভাল অভিনয় করেন যাতে সমালোচকেরা মুখ খোলার সুযোগই পান না?”
উত্তরে অভিষেক বলেন, “এটা খুবই সহজ বিষয়। আমাদের কিছু করারই থাকে না। পরিচালক যা বলেন আমরা তা-ই করে থাকি। চুপচাপ কাজ করে বাড়ি চলে যাই।”
সঞ্চালকও কম যান না। জিজ্ঞাসা করেন, এই একই পরিস্থিতি কি স্ত্রীর সঙ্গেও তৈরি হয়? উত্তরে অভিষেক বলেন, “হ্যাঁ, সমস্ত বিবাহিত পুরুষেরই এই অভিজ্ঞতা হয়।” সঞ্চালকের উদ্দেশে বলেন, “তোমার স্ত্রী যা বলেন, তা-ই করো।”
২০০৭ সালে বচ্চন পরিবারের বউ হন ঐশ্বরিয়া। প্রথম দিন থেকেই স্বামী অভিষেকের পদবি জুড়েছেন নিজের নামের সঙ্গে। হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। দেড় দশক কেটে গেছে তাদের দাম্পত্যের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।