আন্তর্জাতিক ডেস্ক: নিজের একটা বাড়ি করার জন্যে সবচেয়ে সাশ্রয়ী শহর হিসেবে উঠে এলো পিটসবার্গের নাম। আমেরিকার পেনসিলভেনিয়ার এই শহরে বাসস্থানের পেছনে খরচ একেবারে কম। আবাসনে ব্যয়বহুল শহরের শীর্ষস্থানটিতে অবস্থান করছে হংকং, যা স্বাভাবিকভাবেই কম খরচের শহরগুলোর তালিকার একেবারে নিচের স্থানটি দখল করেছে। গোটা বিশ্বের ৯২টি আবাসন বাজারের মূল্যায়ন করেই এ তালিকা প্রস্তুত হয়েছে।
এর মধ্যে নিউ ইয়র্ক ৭৩তম এবং লন্ডন শহর ৭৯তম অবস্থানে রয়েছে।
এ গবেষণায় দেখা গেছে, সার্বিকভাবে কম খরচে বাস করা যায় এমন দেশের মধ্যে যুক্তরাষ্ট্র সবার আগে রয়েছে। অস্ট্রেলিয়া, কানাডা, হংকং, আয়ারল্যান্ড, নিউ জিল্যান্ড, সিঙ্গাপুর এবং যুক্তরাজ্যের আবাসন বাজারও বিশ্লেষণে এসেছে। এদের মতো বেশিরভাগ বৃহৎ অর্থনীতির দেশগুলোতে দেখা গেছে, করোনা মহামারির কারণে বাড়ির মূল্য বেড়ে গেছে। আর মানুষও লকডাউনের সময় যে সঞ্চয় করেছিলেন তার পুরোটাই ঢেলেছেন রিয়েল নিজের একটা আবাসস্থল বানানোর পেছনে।
এ গবেষণা প্রতিবেদক ওয়েন্ডেল কক্স লিখেছেন, মহামারির সময় নিজের আবাসস্থল বানানোর ক্ষেত্রে ক্রয়ক্ষমতার নজিরবিহীন অবনতি ঘটেছে মানুষের। এই প্রতিবেদনে ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে বাড়ির দামের সঙ্গে মানুষের আয়ের তুলনা করা হয়েছিল। দেখা গেছে, ২০১৯ সালের তুলনায় ২০২১ সালে এই বাজারের ৬০ শতাংশ স্পষ্টত মানুষের সামর্থ্যের বাইরে চলে যায়।
বাসস্থান ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে এমন তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ওকলাহামা শহর এবং নিউ ইয়র্কের রচেস্টার। সিডনি এবং ভ্যানকুভার সামর্থ্যের প্রায় বাইরে।
বিশ্বজুড়ে আবাসস্থল বেচা-কেনার বাজার অস্থির হয়ে উঠেছে। কানাডায় বিদেশিদের আগামী দুই বছরের জন্য বাড়ি কেনা বন্ধ করে দিয়েছে সরকার। পাশাপাশি তারা বিলিয়ন ডলার বিনিয়োগ করছে এ খাতকে স্থিতিশীল করতে।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।