লাইফস্টাইল ডেস্ক : আজ হয়তো ১ টাকার মূল্য কিছুই নেই কিন্তু একসময় এটি এক ডলারের সমান ছিল। যদিও সে সময় এটিকে ১৬ আনা হিসেবে ধরা হতো। কিন্তু জানেন কি ১০০ পয়সা সমান ১ টাকা কত সালে ঘোষণা করা হয়েছিল? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তরদের উদ্দেশ্যে হাজির করা হলো, এবার এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ আমাদের শরীরের কোন অঙ্গে অ্যাসিড থাকে?
উত্তরঃ পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) থাকে।
২) প্রশ্নঃ ২০২৩ সাল অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত?
উত্তরঃ পশ্চিমবঙ্গের জনসংখ্যা ১০ কোটি ৫৫ লক্ষেরও বেশি।
৩) প্রশ্নঃ রঙের রাজা কোন রঙকে বলা হয়?
উত্তরঃ লাল রঙকে রঙের রাজা বলা হয়।
৪) প্রশ্নঃ চীনারা আরশোলা খায় কেন?
উত্তরঃ চীনে আরশোলাকে বিভিন্ন রোগের ওষুধ বলে মনে করা হয়, যেমন- আলসার, বমি ইত্যাদি।
৫) প্রশ্নঃ বিশ্বের প্রথম মোবাইল ফোনটির ওজন কত ছিল?
উত্তরঃ বিশ্বের প্রথম মোবাইল ফোনটির ওজন ছিল প্রায় ২ কেজি, যার নাম Motorola DynaTAC 8000X
৬) প্রশ্নঃ একটা নিম গাছ দৈনিক কত ঘন্টা অক্সিজেন দেয়?
উত্তরঃ একটা নিম গাছ দৈনিক ১৮ ঘন্টা অক্সিজেন দিয়ে থাকে।
৭) প্রশ্নঃ বেশি ওয়াটারপ্রুফ ফোন ব্যবহার করে কোন দেশের মানুষ?
উত্তরঃ জাপান দেশের মানুষ বেশি ওয়াটারপ্রুফ ফোন ব্যবহার করে।
৮) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের নারীরা ৬৫ বছর বয়সেও তাদের সৌন্দর্য ধরে রাখতে সক্ষম হয়?
উত্তরঃ পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার কাছে হানজা উপত্যকায় বসবাসকারী ৬৫ বছর বয়সী নারীদের দেখলে মনে হয় যেন ৩০ বছরের যুবতী।
৯) প্রশ্নঃ নীল রঙের লাভা বের হয় কোন দেশের আগ্নেয়গিরি থেকে?
উত্তরঃ ইন্দোনেশিয়ার কাওয়াহ ইজেন (Kawah Ijen) আগ্নেয়গিরি থেকে নীল রঙের লাভা বের হয়।
১০) প্রশ্নঃ জানেন ১০০ পয়সা সমান ১ টাকা কত সালে ঘোষণা করা হয়েছিল?
উত্তরঃ ১৯৫৭ সালে ভারতীয় মুদ্রা আইনে ১৬ আনা বা ৬৪ পয়সার পরিবর্তে ১০০ পয়সা অর্থাৎ ১ টাকা ঘোষণা করা হয়েছিল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।