জানেন অঙ্ক ও গণিতের মধ্যে পার্থক্য কী? ৯0% লোকের অজানা

অঙ্ক ও গণিত

লাইফস্টাইল ডেস্ক : অঙ্ক মানেই অনেকের কাছে একটা আতঙ্কের বিষয়। ছোট থেকে অনেকেই এই বিষয়টিকে এড়িয়ে চলার চেষ্টা করে। কিন্তু যারা এই বিষয় নিয়ে এগিয়ে গেছেন তাদের ক্ষেত্রে অঙ্ক সমাধান করা বাঁ হাতের খেল। তবে আপনি কি জানেন যে অঙ্ক ও গণিতের মধ্যে পার্থক্য কী? এই প্রতিবেদনে এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো, এবার এক নজরে দেখে নিন।

অঙ্ক ও গণিত

১) প্রশ্নঃ পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পাখির নাম কী?
উত্তরঃ ক্যাসোওয়ারি পাখির খঞ্জরের মতো পায়ের আঙ্গুলের কারণে তাকে সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করা হয়।

২) প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেছিলেন?
উত্তরঃ ধ্রুব ছবিতে কাজী নজরুল ইসলাম অভিনয় করেছিলেন।

৩) প্রশ্নঃ মহাকাশে কোন দেশ কাঠের তৈরি স্যাটেলাইট পাঠাচ্ছে?
উত্তরঃ জাপান।

৪) প্রশ্নঃ অতিরিক্ত চা পান করলে শরীরের কোন অঙ্গে পাথর সৃষ্টি হয়?
উত্তরঃ কিডনিতে।

৫) প্রশ্নঃ সম্প্রতি সমলিঙ্গ বিবাহকে কোন দেশ বৈধতা দিয়েছে?
উত্তরঃ গ্রীস দেশ।

৬) প্রশ্নঃ গাছের রান্নাঘর কাকে বলা হয়?
উত্তরঃ গাছের পাতাকে গাছে রান্নাঘর বলা হয়।

৭) প্রশ্নঃ হকি খেলা জন্ম হয়েছিল কোন দেশটিতে?
উত্তরঃ ইংল্যান্ডে হকি খেলার জন্ম হয়।

৮) প্রশ্নঃ দুটি হাড়ের সংযোগস্থলকে কী বলা হয়?
উত্তরঃ অস্থিসন্ধি।

৯) প্রশ্নঃ মুঘল শাসক বাবরের জন্ম হয়েছিল কোন দেশে?
উত্তরঃ উজবেকিস্থানে জন্ম হয়েছিল বাবরের।

১০) প্রশ্নঃ জানেন অঙ্ক ও গণিতের মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ সংখ্যাকে বলা হয় অঙ্ক আর এই সংখ্যা দিয়ে তৈরি বিভিন্ন সমস্যা ও তার সমাধান পদ্ধতিকে বলা হয় গণিত।