বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের ফ্যাশন অনেকের কাছেই অনুকরণীয়। তার সাজ-পোশাকে ফুটে ওঠে আভিজাত্য। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে তার হাতঘড়ি নজর কেড়েছে সবার। নতুন মডেলের ঘড়িটিতে রয়েছে বাহারি ডিজাইন। এক্সক্লুসিভ ঘড়িটির দাম শুনলে চমকে উঠবেন।
সম্পূর্ণ কালো রঙের পোশাকে এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা। কানে ছোট ইয়ারস্টাড। গোটানো ছিল কালো জ্যাকেটের হাতা। তাই নজর গিয়ে পড়ে কবজিতে।
কালো বেল্টের এই ঘড়ির দাম আকাশছোঁয়া। ‘আডামাজ পিগে’ ব্র্যান্ডের এই ঘড়ির দাম নাকি ৭৬ লাখ ৮৪ হাজার ৮২৫ টাকা। এখানেই শেষ নয়। ভারতে এই ঘড়ি কেউ ব্যবহার করতে চাইলে তাকে দিতে হয় অতিরিক্ত ১৪ হাজার টাকা, শুধুমাত্র পরিবহণ খরচ হিসেবে।
এই ঘড়িতে রয়েছে কিছু বিশেষত্ব। ১৮ ক্যারেট স্যান্ড গোল্ড খচিত এই ঘড়ি সারা বিশ্বে রয়েছে মাত্র ২৫০টি। তার মধ্যে একটি রয়েছে বলিউডের বাদশাহের কাছে।
হাতঘড়ি বরাবরই শাহরুখের খুব পছন্দের। তারকার বাড়ি অর্থাৎ মান্নাত-এ একটি বিশেষ ঘর রয়েছে হাতঘড়ির জন্য নির্দিষ্ট। সারা বিশ্ব থেকে নানা রকমের হাত ঘড়ি সংগ্রহ করে এই ঘরেই রেখেছেন শাহরুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।