বিনোদন ডেস্ক : জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। ১৪ বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেন তিনি। কয়েকদিন আগে ধুমধাম করে পালিত হলো তার ৪১তম জন্মদিন। ২৭ বছরের ক্যারিয়ারে তিনি ২০টি ভাষায় ৩ হাজারের বেশি গান গেয়েছেন। এর মধ্যে হিন্দি গান ১ হাজার ১৫০টি। বলা হয়, তার কণ্ঠে সরস্বতীর অধিষ্ঠান। গান গেয়ে তিনি আয়ও করেছেন অনেক। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শ্রেয়ার মোট সম্পদের পরিমাণ ২৪০ কোটি রুপি।
শ্রেয়ার এ সম্পদ তৈরি হয়েছে তার সংগীত ক্যারিয়ার থেকেই। তিনি গোটা বিশ্বজুড়ে লাইভ শো করেন। এসব শোর টিকিটের দাম থাকে আকাশছোঁয়া। এছাড়া চলচ্চিত্রে প্লেব্যাক তো আছেই। তিনি অ্যালবামের রয়্যালটিও ভালো পান।
ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রেকর্ড করা প্রতিটি গানের জন্য ২৫ লাখ রুপি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল। বর্তমানে তিনিই সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া গায়িকা।
বর্তমানে কলকাতার একটি অভিজাত অঞ্চলে শ্রেয়ার একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। মুম্বাইতেও রয়েছে বিলাসবহুল বাড়ি।
গাড়ির শখও আছে শ্রেয়ার। তিনি একটি বিএমডব্লিউ ফাইভ সিরিজ, একটি রেঞ্জ রোভার স্পোর্ট এবং একটি মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাসের মালিক। এগুলোর মূল্য যথাক্রমে ৭৭ লাখ, ৪৩ লাখ, ৬০ লাখ ও ৩০ লাখ রুপি।
সংগীত ক্যারিয়ারে শ্রেয়া পাঁচ বার জাতীয় পুরস্কার, চারবার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, দুইবার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, একবার মহারাষ্ট্র রাজ্য পুরস্কার, বিএফজেএ পুরস্কার এবং ছয়বার ফিল্মফেয়ার সেরা প্লেব্যাক পুরস্কার পেয়েছেন। এছাড়া বিভিন্ন ভাষা মিলিয়ে মোট ২০টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন।
মাত্র চার বছর বয়স থেকে গানের তালিম নেয়া শুরু করেন শ্রেয়া। সে সময় তিনি মায়ের কাছে গান শিখতেন। ছয় বছর বয়সে শাস্ত্রীয় সঙ্গীতে তার আনুষ্ঠানিক শিক্ষা শুরু হয়। ১৬ বছর বয়সে জিটিভির সারেগামাপা সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ও বিজয়ী হন। এখান থেকেই তিনি সঞ্জয় লীলা বানসালির নজরে আসেন। এরপরই শুরু হয় তার ক্যারিয়ার।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।