জুমবাংলা ডেস্ক : বিশ্বের সবচেয়ে দামি বাড়ি, গাড়ির খবর জানেন নিশ্চয়ই। কিন্তু দামি জুতার খবর জানেন কি? দামি রত্ন, রুবি, সোনা দিয়ে তৈরি হয় জুতা। এমনকি এসব দামি জুতার জন্য আছে শোরুম। এসব জুতার দাম প্রায় কয়েক কোটি টাকার বেশি। একাধিক দামি জুতোর একটি শোরুম খোলা হয়েছে দুবাইয়ে।
একটি জুতো প্রস্তুতকারী সংস্থা শোরুম খুলেছে দুবাইয়ে। আর সেখানে রয়েছে দামি জুতার সম্ভার। দামি জুতার তালিকায় আছে স্টুয়ার্ট ওয়েটজম্যান রিটা হেওয়ার্থ হিলস। জুতাটি একটি বিশেষ উপায়ে তৈরি করা হয়েছে। জুতাটির মাঝখানে রয়েছে এক জোড়া দামি কানের দুল।
এই জুতার দাম ৩ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ কোটি ৯৩ লাখ ২০ হাজার ৫০০ টাকা। এই জুতার চারপাশে একটি সাটিন রাফেল এবং হীরা, নীলকান্তমণি এবং রুবি মতো রত্নপাথর রয়েছে।
হ্যারি উইনস্টন রুবি স্লিপার নামে বহুমূল্যের আরেক ধরেনের জুতোর সম্ভার রয়েছে শোরুমটিতে। ৫০ ক্যারেটের হিরা ছাড়াও রয়েছে ১ হাজার ৩৫০ ক্যারেটের রুবি। এই জুতোর দামও প্রায় ৩ মিলিয়ন মার্কিন ডলার ধার্য করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ কোটি ৯৩ লাখ ২০ হাজার ৫০০ টাকা।
ডেবি উইংহাম হাই হিল জুতাটি বিশ্বের সবচেয়ে দামি রত্নগুলো দিয়ে ঠাসা। পুরো জুতার বডি প্লাটিনাম দিয়ে তৈরি। জুতা তৈরিতে ব্যবহৃত চামড়ায় ডিজাইন করা হয়েছে ২৪ ক্যারেট সোনা দিয়ে। জানা গেছে, এই জুতায় ১৮ ক্যারেট সোনার তৈরি সুতা ব্যবহার করে সেলাই হয়েছে। ডেবি উইংহাম হাই হিলের দাম প্রায় ১৫.১ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৬৫ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকা।
এছাড়াও এই দোকানে পাবেন প্যাশন ডায়মন্ড জুতা, যা তৈরি হয়েছে খাঁটি সোনা দিয়ে। এটি তৈরি করতে প্রায় ৯ মাসের বেশি সময় লেগেছে। এর দাম প্রায় ১৭ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১৮৬ কোটি ৬১ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা। এটি জাদা দুবাই এবং প্যাশন জুয়েলার্স যৌথভাবে তৈরি করেছে। এতে ২টি ১৫ ক্যারেট ডি-গ্রেডের হিরে রয়েছে। এছাড়া ট্রিম সাজাতে ২৩৮টি হিরে আলাদাভাবে ব্যবহার করা হয়েছে জুতাটিতে।
তবে এর চেয়েও দামি জুতা আছে শোরুমটিতে। যেটি বিশ্বের সবচেয়ে দামি জুতা। যার নাম মুনস্টার জুতো। এই জুতা একেবারে খাঁটি সোনা দিয়ে তৈরি। এতে ৩০ ক্যারেটের হিরা রয়েছে। এছাড়া রয়েছে ২ ক্যারেটের সোনা। জুতার প্রথম জোড়াটি ২০১৭ সালে তৈরি করেছিলেন অ্যান্তেনিও ভিয়েত্রি। সেই সময় জুতোগুলো হেলিকপ্টার করে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। এই জুতার দাম ১৯.৯ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২১৮ কোটি ৪৪ লাখ ৯২ হাজার ৬৫০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।