লাইফস্টাইল ডেস্ক : যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি থেকে শুরু করে রেলওয়ে, ব্যাংকিং এর মত পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি করা হয়। এছাড়া মানুষের নলেজের পরিধিকেও বাড়িয়ে তোলে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।
১) প্রশ্নঃ কোন পাখির ডিমের দাম ভারতের সবচেয়ে বেশি?
উত্তরঃ উটপাখির (Ostrich) ডিমের দাম ভারতের সবচেয়ে বেশি।
২) প্রশ্নঃ ট্রেন হসপিটাল পৃথিবীর কোন দেশে আছে?
উত্তরঃ ভারতবর্ষে ট্রেন হসপিটাল (Train Hospitals) রয়েছে।
৩) প্রশ্নঃ ভারতের কোন শহরকে স্বপ্নের শহর বলা হয়?
উত্তরঃ মুম্বাইকে ভারতের স্বপ্নে শহর (Dream City) বলা হয়।
৪) প্রশ্নঃ পশ্চিমবঙ্গ আয়তনের দিক দিয়ে ভারতের কততম রাজ্য?
উত্তরঃ পশ্চিমবঙ্গ আয়তনের দিক দিয়ে ভারতের ১৪তম রাজ্য।
৫) প্রশ্নঃ কোন প্রাণীর ডাকে কোন প্রতিধ্বনি হয় না?
উত্তরঃ হাঁসের ডাকে কোন প্রতিধ্বনি (Echo) হয় না।
৬) প্রশ্নঃ ভারতে কোন ফসল সব থেকে বেশি চাষ করা হয়?
উত্তরঃ ধান ভারতের সবচেয়ে বেশি চাষ করা হয়।
৭) প্রশ্নঃ কিসের পাত্রে জল খাওয়া শরীরের পক্ষে সবথেকে ভালো?
উত্তরঃ তামার পাত্রে।
৮) প্রশ্নঃ ‘চেয়ার’কে বাংলায় কী বলা হয় জানেন?
উত্তরঃ আরাম কেদারা।
৯) প্রশ্নঃ মানুষের শরীরের কোন অঙ্গে অ্যাসিড থাকে?
উত্তরঃ পাকস্থলীতে (Stomach)।
‘তু চিজ লাজওয়াব’, গানে সমস্ত রেকর্ড ভাঙলেন স্বপ্না চৌধুরী, দেখুন তাঁর নাচ
১০) প্রশ্নঃ মানবদেহের সবচেয়ে দুর্বল অঙ্গ কোনটি জানেন?
উত্তরঃ মানবদেহের সবচেয়ে দুর্বল অঙ্গ হলো মস্তিষ্ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।