পাকিস্তানের সবথেকে ধনী ক্রিকেটার কে জানেন? জানলে অবাক হবেন!

পাকিস্তানের ক্রিকেটার টিম

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ইতিমধ্যেই বহু তারকা ক্রিকেটারের জন্ম দিয়েছেন। কেউ এখনও খেলছেন, কেউ বা আবার অবসর নিয়েছেন। ইনজামাম উল হক থেকে শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার থেকে শোয়েব মালিক, কিংবা হালে বাবর আজম থেকে শাহিন শাহ আফ্রিদি।

পাকিস্তানের ক্রিকেটার টিম

সকলেই নিজেদের সাধ্যমতো পাকিস্তান ক্রিকেটকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। অর্থও উপার্জন করেছেন প্রচুর কিন্তু, পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে আর্থিক দিক থেকে কোন ক্রিকেটার সবথেকে বিত্তবান? সম্প্রতি ভারতের জি নিউজের একটি প্রতিবেদনে সেই তালিকাই প্রকাশ করা হয়েছে।

এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দল একবারই বিশ্বকাপ জয় করতে পেরেছে। ১৯৯২ সালের সেই বিশ্বকাপ জয়ের স্মৃতি আজও পাকিস্তানের ক্রিকেট সমর্থকেরা রোমন্থন করে যান। সেইবছর ‘মেন ইন গ্রিন’ এর অধিনায়ক ছিলেন ইমরান খান। জি নিউজের ওই প্রতিবেদনে বলা হয়েছে যে পাক ক্রিকেটারদের মধ্যে ইমরান খানই সবথেকে ধনী।

এরপর প্রশ্ন উঠতেই পারে ইমরান খানের মোট সম্পত্তির পরিমাণ কত? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, তার মোট আয়ের পরিমাণ ৭০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা দাঁড়াবে প্রায় ৭০০ কোটি টাকার কাছাকাছি।

ওই প্রতিবেদনে আরও যোগ করা হয়েছে যে ২০২১ সালের জুন মাস পর্যন্ত দেশের সেরা দশ ধনী ক্রিকেটারদের তালিকায় প্রথম ১০ জনের মধ্যে বর্তমান অধিনায়ক বাবর আজমের নাম পর্যন্ত আসেনি। আসুন একবার তালিকা দেখে নেওয়া যাক।

ইমরান খানের পরই এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তথা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তার মোট সম্পত্তির পরিমাণ ৪৭ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮৬ কোটি টাকার কাছাকাছি।

যে কারণে মর্যাদাহানি জাতীয় ফল কাঁঠালের!

এরপর একে একে রয়েছেন শোয়েব মালিক (২০৪ কোটি টাকা), মোহাম্মদ হাফিজ (১৮৮ কোটি টাকা), আজহার আলি (১২৩ কোটি টাকা), সাঈদ আনোয়ার (৯৮ কোটি টাকা), মিসবাহ উল হক (৮০ কোটি টাকা), ফাওয়াদ আলম (৪৯ কোটি টাকা), উমর আকমল (৩৭ কোটি টাকা) এবং উমর গুল (৩৫ কোটি টাকা)।