মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে আব্দুল্লাহ আল-আমিন নামের এক কমিউনিটি রিহ্যাবিলিটেশন (সিআরটি) কে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা বাজারের মানবসেবা ফিজিওথেরাপি সেন্টার নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার।
ইউএনও কোহিনুর আক্তার বলেন, আব্দুল্লাহ আল-আমিন ডাক্তার না হয়েও নামের পূর্বে ডাক্তার লিখে রোগী দেখতেন এবং পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র দিতেন। অভিযানে আজ তাকে হাতেনাতে ধরা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, ভুয়া ডাক্তার আব্দুল্লাহ আল-আমিন নিজেকে ফিজিওথেরাপিস্ট হিসেবে পরিচয় দিলেও তিনি প্রকৃতপক্ষে কমিউনিটি রিহ্যাবিলিটেশন টেকনিশিয়ান (সিআরটি) বলে দাবি করেন বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের (বিপিএ) সাধারণ সম্পাদক ডা. মো. শাহাদাৎ হোসেন (পিটি)।
তিনি আরোও বলেন, আব্দুল্লাহ আল-আমিন নিজেকে ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয়ার মাধ্যমে ফিজিওথেরাপি পেশাজীবীদের সুনাম ক্ষুন্ন করছে। তার এমন হীন কর্মকাণ্ডের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।