সামান্থার দুর্বলতা নিয়ে চিকিৎসকের ‘জালিয়াতি’

অভিনেত্রী সামান্থা

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সামাজিক যোগাযোগমাধ্যমে বিকল্প চিকিৎসা পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়ে তোপের মুখে পড়েছেন।

অভিনেত্রী সামান্থা

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইন্সটাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি শেয়ার করেছেন তিনি। শেয়ার করা ছবিতে দেখা গেছে, নেবুলাইজার মাস্ক পরে থেরাপি নিচ্ছেন।

এসময় তিনি ভক্তদের পরামর্শ দেন, ‘একটি সাধারণ ভাইরালের জন্য ওষুধ গ্রহণ করার আগে, একটি বিকল্প পদ্ধতি অনুসরণ করতে পারেন। হাইড্রোজেন পার-অক্সাইড এবং ডিস্টিল্ড বা পরিশুদ্ধ পানির মিশ্রণ দিয়ে নেবুলাইজ করা হতে পারে একটি বিকল্প উপায়। এটি ম্যাজিকের মতো কাজ করে। ওরাল মেডিসিন বা বড়ি খুব প্রয়োজন না থাকলে এড়িয়ে চলুন’।

অভিনেত্রী সামান্থা

সামান্থার এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সিরিয়াক অ্যাবি ফিলিপস নামে এক চিকিৎসক বলেছেন, এই পদ্ধতি শরীরে কুপ্রভাব ফেলতে পারে। সিরিয়াকের দাবি, সামান্থাকে স্বাস্থ্য বিষয়ে কিছুই জানেন না। এভাবে প্রকাশ্যে চিকিৎসা পরামর্শ দেওয়া রীতিমতো অপরাধ। তার শাস্তি হওয়া উচিত বলেও দাবি করেন ওই চিকিৎসক।

তবে সামান্থাও এমন অভিযোগ মেনে নেননি। তিনি তার আরেকটি পোস্টে লিখেছেন, ‘গত কয়েক বছরে নানা ধরনের ওষুধ খেতে হচ্ছে আমাকে। চিকিৎসক যেভাবে বলেছেন, সেভাবেই চলেছি। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছি এবং নিজেও যতটা সম্ভব গবেষণা করে দেখেছি।’

অভিনেত্রী তার পোস্টে জানিয়েছেন, এর মধ্যে এমন ওষুধও চিকিৎসকেরা দিয়েছেন তাকে, যা বেশ ব্যয়বহুল। কিন্তু কিছুতেই উপকার পায়নি। তাই বাধ্য হয়ে বিকল্প চিকিৎসা পদ্ধতি নিয়েছেন তিনি।’ তবে এই নতুন পদ্ধতির চিকিৎসাও বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই তিনি করেছেন বলে জানান।

এদিকে সামান্থার সঙ্গে রূঢ় ব্যবহার করার জন্য ক্ষমা চেয়েছেন সিরিয়াক। তিনি লিখেছেন, “আমি সামান্থার স্বাস্থ্যের অবস্থা বুঝতে পারছি এবং আমি সমব্যথী। আমি চাই তিনি সুস্থ হয়ে উঠুন।

আমি যেভাবে কথা বলেছি, তাতে ওর খারাপ লেগে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। এটা আমার উদ্দেশ্য ছিল না। সামান্থার দুর্বলতাকে যে চিকিৎসক ব্যবহার করছেন, তার ছড়ানো ভুল তথ্যের বিরুদ্ধে সরব হয়েছি মাত্র।”

যেভাবে শাকিবের চলচ্চিত্রে সুযোগ পেয়েছিলেন অপু বিশ্বাস

চিকিৎসক দাবি করেছিলেন, সামান্থা স্বাস্থ্য বিষয়ে কিছুই জানেন না। এভাবে প্রকাশ্যে চিকিৎসা পরামর্শ দেওয়া রীতিমতো অপরাধ। তার শাস্তি হওয়া উচিত বলেও দাবি করেছিলেন তিনি।