লাইফস্টাইল ডেস্ক : অনেকের মধ্যেই একটি ধারণা কাজ করে হেয়ার কালার নিয়ে। আর সেটি হলো হেয়ার কালার করার পর চুল কী দ্রুত পাকে? যদি আপনার মনেও এমন প্রশ্ন উঁকি দেয় তবে আজকের আয়োজন আপনারই জন্য।
চুল রঙিন করার পর কালো চুল কী ক্ষতিগ্রস্ত হয় নাকি দ্রুত পাকা চুল হওয়ার শঙ্কা থাকে? এমন প্রশ্নও অনেকের মনে ঘুরপাক খায়। এ বিষয়ে কথা বলেছেন, ভারতের জনপ্রিয় চিকিৎসক অনিকা গোয়েল।
তিনি সম্প্রতি তার ইনস্টাগ্রামে জানিয়েছেন, কালো কিংবা সাদা চুলে হেয়ার কালার করলে তা আশপাশের চুলের প্রাকৃতিক রং নষ্ট করে না। আর তাই কালো চুল সাদা হওয়ার শঙ্কা নেই।
তবে এ তথ্যের সঙ্গে ডা. অনিকা আরও বলেছেন, চুলে রং করলে চুলের প্রাকৃতিক যে সৌন্দর্য তা কমতে শুরু করে। চুলের রেশমী, কোমল ভাবও মলিন হতে শুরু করে।
চুলের অবস্থা এতটাই খারাপ হয় যে চুলকে ব্যবহার করা ঝাড়ুর সঙ্গে তুলনা করেন তিনি। এছাড়া চুলে রং ব্যবহার করার কারণে চুলের গোড়া দুর্বল হয়ে তা ভেঙে যায়।
তাই যারা পাকা বা সাদা চুল আড়াল করতে চুল রঙিন করেন অথবা যারা ফ্যাশনের জন্য রঙিন চুলকে প্রাধান্য দেন তারা হেয়ার কালার করার পর বাড়তি সতর্কতা মেনে চলবেন।
বিশেষজ্ঞদের মতে, রাসায়নিক কিংবা ক্ষতিকর কেমিক্যালযুক্ত রং ব্যবহার না করে প্রাকৃতিক রং যেমন মেহেদি, চায়ের লিকারের প্রাকৃতিক রং ব্যবহার করলে নিরাপদে রাখতে পারবেন আপনার চুল। সেই সঙ্গে এতে শুধু চুলই রং হবে না, চুলের সুস্বাস্থ্য নিশ্চিত হওয়ার পাশাপাশি বাড়বে চুলের ঔজ্জ্বল্যও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।