লাইফস্টাইল ডেস্ক : ‘লড়কে নেহি রোতে’—এই ট্যাবু ভেঙে বেরোতে আজও অনেক ছেলে পারে না। কিন্তু ছেলেরা কি ভালোবাসতে পারে? এই প্রশ্নের উত্তর ব্যক্তি বিশেষে ভিন্ন হতেই পারে। কিন্তু যে পরিস্থিতির মুখোমুখি প্রায় সব মেয়েরাই হয়, তা হল পার্টনারের আচরণ দেখে বোঝা যায় না যে সে আদৌ আপনাকে ভালোবাসে কি না। কখনও খুব প্রেম, আবার কখনও ইগনোরেন্স। বুঝতে পারেন না, ছেলেটার মনে আপনাকে নিয়ে কী চলছে। খুব কম ছেলেই প্রকাশ্যে বলে ‘ভালোবাসি’। কিন্তু তাঁর অনেক আচরণই বুঝিয়ে দেয় যে আপনিই তার দুনিয়া, আপনাকে ছাড়া সে এক মুহূর্ত ভাবে না, ভীষণ ভালোবাসে আপনাকে। সেই আচরণ কিংবা সাইনগুলো কী-কী?
কাজে ড্রপ করা বা পিক-আপ করা
দু’জনের অফিস শহরের দু’প্রান্তে। দেখা হওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে। তাও প্রায়শই আপনাকে অফিস থেকে পিক করছে সে। প্রায় ৪৫ মিনিট গাড়ি চালিয়ে আপনাকে বাড়িতে ড্রপ করতে যাচ্ছে। শুধুমাত্র আপনাকে একটি বার দেখার জন্য। কয়েক মুহূর্ত আপনার সঙ্গে কাটানোর জন্য।
টেক্সটের বদলে ফোন করে
কর্ম ব্যস্ততার মাঝে সবসময় ফোন করা সম্ভব হয় না। ছোটখাটো কথা বলার জন্য টেক্সটই ভরসা। কিন্তু হাজার ব্যস্ততার মাঝেও কোনও সুখবর দিতে সে কিন্তু মেসেজ করে না আপনাকে। সরাসরি ফোন করে। প্রয়োজন থাকুক বা না থাকুক, কাজের ফাঁকে সময় পেলেই খোঁজ নেয় আপনার। বুঝবেন, আপনি তাঁর কাছে ‘বিশেষ’ মানুষ।
উইকএন্ডে রোড ট্রিপ
সারা সপ্তাহ কাটে নানা কাজের মধ্যে দিয়ে। সময় কাটানোর জন্য শুধু উইকএন্ডটাই পড়ে থাকে। সেই উইকএন্ডটাও ঘরে শুয়ে-বসে কাটাতে চায় না সে। আপনার সঙ্গে রোড ট্রিপে যেতে চায়। একসঙ্গে কোনও রেস্তোরাঁয় গিয়ে ডিনার করতে চায়। আপনার পছন্দের জায়গায় পছন্দের খাবার খেতে চায়। এমন ছেলেকে কিন্তু ভুলেও হাতছাড়া করবেন না।
মন দিয়ে কথা শুনে
দু’জন মানুষ সামনাসামনি বসে কথা বলছে—এমন দৃশ্য খুব বেশি দেখা যায় না। সামনে বসে থাকলেও দু’জনেই ব্যস্ত থাকে ফোনে। তাও সবাই চায় একে-অপরের সঙ্গে সময় কাটাতে। আপনি যখন মানুষটির সামনে বসে মনের কথা বলছেন, খেয়াল করুন সে ফোন ঘাঁটছে কি না। যদি ফোনে ব্যস্ত না থাকে এবং আপনার কথা মনোযোগ সহকারে শুনছে, বুঝবেন মানুষটি আপনাকে ভালোবাসে।
কঠিন সময়ে পাশে থাকা
খারাপ সময়ে সবাইকে পাশে পাওয়া যায় না। কিন্তু সেই সময় যদি মানুষটা পাশে থাকে, বুঝবেন সে সত্যিই আপনার সঙ্গে থাকতে চায়। আপনার মন খারাপ হলে সে যদি আপনাকে ভালো রাখার চেষ্টা করে, কেয়ার দেখায়, অবশ্যই বুঝবেন মানুষটা আপনাকে ভালোবাসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।