সিলিং ফ্যান ফুল স্পিডে ঘুরলেও বাতাস লাগে না? কী করবেন?

Fan

লাইফস্টাইল ডেস্ক : গরম থেকে নিস্তার পেতেই এসি কিংবা ফ্যানের বিকল্প নেই। এসি কেনার সাধ্য বেশিরভাগেরই নেই। কিন্তু ফ্যান রয়েছে কম-বেশি সবার বাসা-বাড়িতেই। অনেকেই অভিযোগ করেন তাদের সিলি ফ্যান ফুল স্পিডে ঘুরলে ঠিকঠাক বাতাস দেয় না। এই মূল কারণ ফ্যানের পাখায় জমে থাকা ময়লা। সিলিং ফ্যানে ময়লা জমলে বাতাস কমতে শুরু করে। তখন যতই জোরে ফ্যান ঘুরুক, গায়ে যেন বাতাসই লাগে না। তাহলে আর দেরি না করে জেনে নিন কীভাবে পরিষ্কার করবেন সিলিং ফ্যান।

Fan

অতিরিক্ত খাটুনির নেই প্রয়োজন

ফ্যান পরিষ্কার করার জন্যে বারবার ব্লেড খুলে মোছার কোনও প্রয়োজন নেই। এতে প্রচন্ড পরিশ্রম হয়, তবে ব্লেডগুলো ভালোভাবে পরিষ্কারও হয়। কিন্তু এটি যথেষ্ট সময় সাপেক্ষ কাজ। তাই সময় বাঁচিয়ে, কম পরিশ্রম করে ফ্যানের ব্লেড পরিষ্কারের টেকনিকটি জেনে রাখুন।

ঝুল ঝেরে ফেলুন

প্রথমে ঝাড়ু দিয়ে ফ্যানের ওপরে জমে থাকা ঝুল পরিষ্কার করে নিন। সিলিংয়ের ঝুল ঝেরে নিতেও ভুলবেন না। এতে আশপাশে জমে থাকা ঝুল-ময়লাও সহজে পরিষ্কার হয়ে যাবে। এভাবেই প্রাথমিক কাজটি সম্পূর্ণ হবে।

এরপর করণীয়…

একটি পাত্রে পরিমাণ মতো পানি নিন। তাতে সামান্য পরিমাণে লিকুইড ডিটারজেন্ট গুলে একটি মিশ্রণ বানিয়ে ফেলুন। তারপরে সেই মিশ্রণ স্প্রে বোতলে ঢেলে নিন। এবার ফ্যানের ব্লেডে সেই মিশ্রণ স্প্রে করুন। তারপরে সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন।

শুকনা কাপড় কাছে রাখুন

লিকুইড সাবান স্প্রে দিয়ে ফ্যানের ব্লেড পরিষ্কার করার পরে শুকনা কাপড় দিয়ে মুছে নেওয়াও জরুরি। এতে জমে থাকা ময়লার অবশিষ্টাংশ উঠে আসবে। আর চোখের নিমেষেই নতুনের মতো ঝকঝক করবে ফ্যানের ব্লেড।

ফ্যান পরিষ্কার করার সময় এসব নিয়ম অবশ্যই মানুন

১. টুলে উঠে ফ্যান পরিষ্কার করলে পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে বলুন।
২. নিজের সুরক্ষার দিকে নজর দিন
৩. ফ্যানের সুইচ বন্ধ রাখুন।
৪. দুইটি সুতির কাপড় ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন।
৫. ভেজা হাতে কোনও বৈদ্যুতিক তার স্পর্শ করবেন না।