লাইফস্টাইল ডেস্ক : বাড়ন্ত বয়সে সন্তানের শরীর নিয়ে চিন্তিত থাকেন কম-বেশি সকল অভিভাবকই। খুদের উচ্চতা না বাড়লে চিন্তার ভাঁজ পড়ে বাবা-মায়ের কপালে। যদিও অনেক ক্ষেত্রেই লম্বা না হওয়ার পিছনে থাকে জিনগত কারণ। আবার অনেক সময় শিশুর পুষ্টিতে ঘাটতি হলেও উচ্চতা ঠিকমতো বাড়ে না। তাই বাড়ন্ত বয়সে সন্তানের খাদ্যতালিকার উপর বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সন্তানের ডায়েটে নিয়মিত কোন কোন খাবার রাখবেন, জেনে নিন-
দুধ- পুষ্টিগুণের ভাণ্ডার দুধ। এতে ভরপুর মাত্রায় ক্যালশিয়াম থাকে যা হাড় মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটিনেরও খুব ভাল উৎস দুধ বাড়ন্ত বয়সে শিশুর কোষ বৃদ্ধিতে এবং উচ্চতা বাড়াতে সাহায্য করে। খুদে দুধ খেতে না চাইলে পনির, টক দই, চিজও খাওয়াতে পারেন।
ডিম- আমিষ প্রোটিনের মধ্যে ডিম খুবই ভাল খাবার। ডিম খেলেও শিশুর উচ্চতা বাড়ে। ডিমের হলুদ অংশে স্বাস্থ্যকর ফ্যাট থাকে, যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে খুব উপকারী।
মুরগির মাংস- শিশুরা এমনিতেও মুরগির মাংস খেতে পছন্দ করে। প্রোটিনে ভরপুর মুরগির মাংস শিশুর হাড় ও মাংসপেশি মজবুত করে। শিশুকে নিয়মিত চিকেন খাওয়ালে তা শিশুর উচ্চতা বাড়াতে সাহায্য করবে।
সয়াবিন- নিরামিষের মধ্যে সোয়াবিন খুবই পুষ্টিকর খাবার। সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা দেহের কোষ ও হাড়ের গঠনে সাহায্য করে। তাই শিশুদের ডায়েটে অবশ্যই সয়াবিন রাখুন।
শাকসবজি- মেথি, পালং শাক, বাঁধাকপি, লাউয়ের মতো বিভিন্ন ধরনের শাকসবজিতে একাধিক ভিটামিন, আয়রন ও ম্যাগনেসিয়াম রয়েছে। যা বাড়ন্ত বয়সে শিশুদের উচ্চতা বাড়াতে সহায়ক।
আমন্ড- শিশুর ডায়েটে রাখুন ভিটামিন ও খনিজে ভরপুর আমন্ড। এতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ই থাকে, যা খুদের হাড়কেও মজবুত করে। আমন্ড ছাড়াই অন্যান্য ড্রাই ফ্রুটসও খাওয়ারও অভ্যাস করাতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।