ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যায়, কী করবেন?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সোশ্যাল মিডিয়া ও সর্বক্ষণ ইন্টারনেট সংযোগ থাকায় দ্রুতই ফুরিয়ে যায় ফোনের চার্জ। সম্ভব হলে ঘুমানোর সময় ইন্টারনেট বিচ্ছিন্ন থাকা। দিনের কিছুটা সময় স্মার্টফোনকে ইন্টারনেট সংযোগমুক্ত রাখা শ্রেয়।

অ্যান্ড্রয়েড সংস্করণে পরিচালিত স্মার্টফোনের মতো আইফোনেও দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। আইফোন ভোক্তার সংখ্যা আগের তুলনায় প্রতিদিন বাড়ছে। চারপাশে অনেকের হাতে এখন আইফোন ১২, ১৩ বা ১৪ মডেল নজরে আসবে। কিছুদিন আগে আইফোন ১৬ মডেল প্রকাশ করেছে অ্যাপল। নতুন প্রযুক্তি যতই আসুক না কেন, ব্যাটারি চার্জের বিষয়ে বাড়তি নজর দিতেই হবে।

পূর্ণ চার্জ করার পরও বহু কারণে চার্জের নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়। সমস্যায় পড়ছেন আইফোন গ্রাহক। সিস্টেম বিশেষজ্ঞরা বলছেন, কখনোই ফোনকে শতভাগ চার্জ না করা। কারণ, অনেক সময় ব্যাটারি আবহাওয়ার কারণে ওভারহিট হতে পারে। আর গরম হলে চাপ পড়ে সিস্টেম অপারেশনে। ফলে ফোনের কার্যক্রমে কিছুটা ধীরগতি অনুভূত হয়।

সমস্যার উৎপত্তি গোড়াতেই বলে ধারণা দিয়েছেন সিস্টেম বিশেষজ্ঞ টাইলার মরগ্যান। নিউইয়র্ক পোস্টের রিপোর্ট সূত্রে জানা গেছে, বেশ কিছু ব্যাটারি সেভিং টিপস রয়েছে, যেসব পরামর্শ মেনে চলতে পারেন।

বিখ্যাত অ্যাপেল ব্র্যান্ডের মতো বৃহৎ টেক সংস্থার সঙ্গে কাজ করেছেন টাইলার মরগ্যান। কাছ থেকে দেখেছেন ফোন নির্মাণের প্রতিটি ধাপ। খুব ভালো জানেন ব্যাটারি স্পেসিফিকেশনের বিষয়ে। ফোনের ব্যাটারি দীর্ঘায়ু করতে উল্লিখিত টিপস মেনে চলার পরামর্শ দিয়েছেন। চার্জ একেবারে শেষদিকে চলে এলে ফ্লাইট মুডে নিয়ে যান হ্যান্ডসেট। নিশ্চিতভাবেই তা ফোনকে সক্রিয় রাখবে আরও বাড়তি কিছুটা সময়।

সারাবিশ্বে আবহাওয়াজনিত কারণে স্মার্টফোনে অতিরিক্ত তাপমাত্রা সঞ্চারণের ঘটনা ঘটছে। তা ছাড়া যেনতেন একটা চার্জার হলে চার্জ দিলে আপাতত না হলেও ধীরে ধীরে ফোনের দীর্ঘস্থায়ী ক্ষতি হয়।