আন্তর্জাতিক ডেস্ক : একটি কাঠবেড়ালির পিছু নিয়ে দৌড়তে দৌড়তে কুকুরটি গাছে উঠে পড়েছিল। ছড়িয়ে ছিটিয়ে থাকা ডালপালায় আটকে পড়ে সে। কিছুতেই সেখান থেকে নীচে নেমে আসতে পারছিল না।
কাঠবেড়ালির পিছনে ধাওয়া করতে করতে সোজা গাছের মাথায় উঠে গিয়েছিল কুকুর। ওঠার সময় তার খেয়ালই ছিল না, কত দূর সে এগিয়ে গিয়েছে। কাঠবেড়ালিকে ধরা যায়নি। উল্টে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে সারমেয়।
ঘটনাটি আমেরিকার ইদাহো প্রদেশের। গত সপ্তাহে একটি কাঠবেড়ালির পিছু নিয়ে দৌড়তে দৌড়তে কুকুরটি গাছে উঠে পড়েছিল। শীতকালীন আবহে গাছের গায়ে পাতা বিশেষ ছিল না। ছড়িয়ে ছিটিয়ে থাকা ডালপালায় আটকে পড়ে কুকুরটি। কিছুতেই সেখান থেকে নীচে নেমে আসতে পারছিল না। গাছের উপর দাঁড়িয়ে তারস্বরে ডেকে চলেছিল।
স্থানীয়রা চেষ্টা করেও কুকুরটিকে গাছ থেকে নামাতে পারেননি। পরে ডাকা হয় দমকল। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কুকুরটিকে নামিয়ে আনে। মইয়ের মাধ্যমে গাছে উঠে তাকে উদ্ধার করা হয়।
গোটা ঘটনাটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে দমকলের তরফে। কুকুরটির ছবি দিয়ে তারা লিখেছে, ‘অনেক কসরতের পর কুকুরটিকে গাছ থেকে নামানো গিয়েছে। আশা করি, কাঠবেড়ালির পিছু নেওয়ার আগে ও ভবিষ্যতে আরও কয়েক বার ভাবনাচিন্তা করবে।’
দমকলের তরফে পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, গাছের মাথায় দাঁড়িয়ে করুণ চোখে নীচের দিকে তাকিয়ে রয়েছে সারমেয়। তাকে উদ্ধার করার পর একটি বাটিতে কিছু খাবার খেতে দেওয়া হয়েছিল। সেই ছবিও পোস্ট করেছে দমকল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।