আন্তর্জাতিক ডেস্ক : কর্মখালির বিজ্ঞপ্তির দিকে চোখ থাকে নতুন প্রজন্মের। কোথায় চাকরি খালি রয়েছে, সেই বিষয়ে জানার জন্য সোশ্যাল মিডিয়াও তাঁরা হাঁতড়ান অনেক সময়। কিন্তু, নেটপাড়া ১ কোটি টাকা বেতনের চাকরি গড়াগড়ি খাচ্ছে! সেদিকে কী আদৌ নজর গিয়েছে?
কাজের রূপরেখা…
ছোট- সুবোধ এক সারমেয়র দেখভাল করা। তবে এদেশে নয়, সে থাকে সেন্ট্রাল লন্ডনে। চাকরি পেলে বছরে বেতন প্রায় এক কোটি। শুধু তাই নয়, সারমেয়র সঙ্গে ছুটি কাটাতেও যোগ দেওয়া যাবে।
কুকুরটির ‘প্লে ডেট’ (খেলার দিনক্ষণ সুনিশ্চিত করা), খাবার দাবার ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা তা দেখভাল করা, চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নির্দিষ্ট করা, এছাড়াও অন্যান্য কোনও বিষয়ে যাতে সারমেয়টির কোনও সমস্যা না হয় সেই বিষয়টি সুনিশ্চিত করতে হবে।
জানা গিয়েছে, বিজ্ঞাপনদাতা সংস্থা এই প্রথমবার কোনও কুকুরের ন্যানি চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। তবে আশাতীত সাড়া পেয়েছেন তাঁরা, জানা গিয়েছে এমনটাই। এখনও পর্যন্ত ৪০০ জন এই পদের জন্য ইন্টারনেটে আগ্রহ প্রকাশ করেছে।
সংশ্লিষ্ট সংস্থার এক কর্তা বলেন, “অনেক সময় পশু চিকিৎসকরাও এত বিপুল পরিমাণ বেতন পান না। আমাদের গ্রাহকরা কোটিপতি। তাঁরা নিজেদের সারমেয় সন্তানের বিষয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। শুধুমাত্র সেরার সেরা সার্ভিসই তাঁরা চান। আর সেই কারণেই টাকা নিয়ে তাঁরা কোনও কার্পণ্য করতে নারাজ। ”
কারা পাবেন এই চাকরি?
বিজ্ঞাপনদাতা সংস্থার তরফে বলা হয়েছে, “যাঁরা নিজেদের দায়িত্ব সম্পর্কে অবগত এবং তা বহন করতে সক্ষম তারাই চাকরি পাবেন।”
তবে আপাতত ওই বিজ্ঞাপনটি সরিয়ে ফেলা হয়েছে। আরও বলা হয়েছে, এই কাজের জন্য নির্দিষ্ট কোনও সময়সীমা থাকবে না। সপ্তাহান্তে, সন্ধ্যেবেলা এমনকী ছুটির দিনেও কাজ করতে হতে পারে। পাশাপাশি অত্যন্ত সংবেদনশীলভাবে সারমেয়র দায়িত্ব নিতে হবে, বলা হয়েছে এমনটাও।
এই সারমেয়র একটি ব্যক্তিগত বিমান রয়েছে। যিনি তাঁর দেখভালের দায়িত্ব পাবেন কখনও সখনও তিনিও ওই বিমানে সওয়ার হওয়ার সুযোগ পাবেন।
বিজ্ঞাপনদাতা সংস্থার আরও মন্তব্য, এই সারমেয় রক্ষণাবেক্ষণ করতে গেলে ব্যক্তিগত জীবনের আগে কাজকে প্রাধান্য দিতে হবে। দিন হোক বা রাত, সারমেয়র যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সবসময় ওই ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে। আলাদা করে কাজের জন্য কোনও নির্দিষ্ট বাধাধরা সময় নেই। এই বিজ্ঞাপনে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।