বিনোদন ডেস্ক : ঘড়ি এবং গয়নার এক প্রদর্শনী উপলক্ষে সম্প্রতি কাতার উড়ে গিয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট। অপরূপ সাদা পোশাকে অনুষ্ঠানে পা রাখলেন যখন, একরাশ আনন্দ ছড়িয়ে পড়ল যেন।
সকলেই মুগ্ধ তাঁর সাজে, পোশাক চয়নে। কী পরেছিলেন রণবীর-ঘরনি? একটি বড়হাতার দুধসাদা কোট, সঙ্গে গলায় আর কানে মানানসই হিরের দ্যুতি।
সেই প্রদর্শনীর ছবি পোস্ট করেছিলেন আলিয়া। সঙ্গে ভাগ করে নিলেন মুখরোচক জলযোগের অভিজ্ঞতাও। এ দিন পোহা (চিঁড়ের পোলাও) এবং আলুভাজা দিয়ে প্রাতঃরাশ সেরেছিলেন অভিনেত্রী।
সেই খাবারের স্থানীয় স্বাদে মোহিত হয়ে ছবিও তুলে রাখেন। বলেন, ‘অপূর্ব একটা দিন কাটল খাবারের গুণেই।’ সেই সঙ্গে মধুর আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান দোহার প্রদর্শনী উদ্যোক্তাদেরও।
সেই পোস্টের নীচে ভালবাসার মন্তব্য আসতে থাকে। আলিয়ার মা সোনি রাজদান লেখেন, ‘অসাধারণ এবং সুস্বাদু!’ সাধুবাদ জানান রূপটান শিল্পী নম্রতাও। ভক্তদেরও মুগ্ধ জিজ্ঞাসা, ‘আলিয়া তুমি এত মিষ্টি কী করে হলে?’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।