Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home দহগ্রামে কী করছে বিএসএফ? কেন বাংলাদেশিরা আ..তঙ্কে
    জাতীয়

    দহগ্রামে কী করছে বিএসএফ? কেন বাংলাদেশিরা আ..তঙ্কে

    Shamim RezaJanuary 17, 20254 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : ভারতে অভ্যন্তরে তিন বিঘা করিডোর ব্যবহার করে বাংলাদেশের দহগ্রাম ইউনিয়নে প্রবেশ করতে হয়। ২২ বর্গকিলোমিটারের ইউনিয়নটিতে ২০ হাজারের মতো বাংলাদেশি নাগরিক বসবাস করেন। খবর বিবিসি’র।

    Dohogram

    সম্প্রতি সেখানে শূন্যরেখার কাছাকাছি ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এরপর থেকে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় কাটছে দহগ্রামের বাসিন্দাদের। কারণ, কাঁটাতারের বেড়ার কাছে গরু-ছাগল চরাতে, কৃষিকাজ করতে বিএসএফের বাধার মধ্যে পড়তে হচ্ছে তাদের। এছাড়া দহগ্রামে প্রবেশের একমাত্র পথ তিনবিঘা করিডোর দিয়েও যেতে-আসতে বাধাপ্রাপ্ত হচ্ছেন তারা। উদ্বেগ-উৎকণ্ঠা ও ভোগান্তির মধ্য দিয়ে যাতায়াত করছেন তারা। ৫ আগস্টের পর থেকে তিনবিঘা করিডোর দিয়ে দহগ্রামে মালবাহী বড় ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এছাড়া পর্যটকবাহী বড় বাসও ঢুকতে দেওয়া হচ্ছে না।

    দহগ্রাম সংলগ্ন এলাকায় বিএসএফ এখন কী ধরনের তৎপরতা চালাচ্ছে সে খবর জানার চেষ্টা করেছে বিবিসি বাংলা। কথা বলছে দহগ্রামের বাসিন্দাদের সঙ্গে।

    সরেজমিন দহগ্রামে গিয়ে দেখা যায়, সীমান্তের শূন্যরেখার পিলারের কাছ দিয়ে চার ফুট উচ্চতায় লোহার অ্যাঙ্গেল বসিয়ে কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ। বুধবার (১৫ জানুয়ারি) এই বেড়ায় কাঁটাতারের সঙ্গে নির্দিষ্ট দূরত্বে কাচের বোতল বেঁধে দেওয়া হয়েছে। সীমানা বেড়ার পাশ দিয়ে বিএসএফ সদস্যদের সশস্ত্র অবস্থায় টহল দিতেও দেখা গেছে। এছাড়া রাত হলে সীমান্তে নিরাপত্তা এবং নজরদারি বাড়াতে উচ্চ ক্ষমতার লাইট দিয়ে আলোকিত করে রাখে বিএসএফ।

    এমন বেড়া দেওয়া, বিএসএফের টহল ও আলোকিত করার কারণে দহগ্রামে আতঙ্ক ছড়িয়েছে।

    ভারত এরকম বেড়া এই প্রথম দিয়েছে জানিয়ে দহগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন প্রধান বিবিসি বাংলাকে বলেন, কিছু কিছু জায়গায় যেখানে বেশি একটু সমস্যা হয় সেখানে দিত বেড়া। কিন্তু ইদানীং ওরা (বিএসএফ) কোনো জায়গা বাদ দিচ্ছে না। ওরা কাঁটাতারের না ক্যাটেল বেড়া দিচ্ছে এখন, যাতে এদিকের গবাদি পশু ওদের জমিতে না যায়।

    বিএসএফ তিন বিঘা করিডোর দিয়ে যাতায়াতে বাধা দিচ্ছে অভিযোগ করে দহগ্রামের বাসিন্দা ফজলুল ইসলাম বলেন, শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন তখন থেকে আমরা খুব কষ্টে আছি। এরপর কাঁটাতারের বেড়া দিল। শান্তিভাবে তিনবিঘা করিডোর দিয়ে হাটবাজার করতে পারছি না। এই বেড়া দেওয়ার আগে মহিলা মানুষ ভাত নিয়ে মাঠে যেতে পারছিলেন। এখন এমন হয় যে, আমরা কাজ করছি, ওরা (বিএসএফ) পিটুনি দিচ্ছে তাদের (করিডোর দিয়ে আসা বাংলাদেশি)।

    সীমান্ত লাগোয়া বাংলাদেশে প্রথম বাড়িটিই ফজলুল ইসলামের। তিনি ৫ আগস্টের আগের ও এর পরের বিএসএফের কড়াকড়ি নজরে এসেছে তার।

    তিনি বলেন, ‘দহগ্রাম থেকে বাংলাদেশে প্রবেশ- বাহিরের জন্য একমাত্র পথ হলো তিনবিঘা করিডোর। চব্বিশ ঘণ্টা খোলা থাকলেও ৫ অগাস্টের পর থেকে আগের তুলনায় এই করিডোরে বেশ কড়াকড়ি চলছে। ট্রাক-বাস আসতে দিচ্ছে না বিএসএফ। মনে করেন কলেজের একটা পিকনিক এলো ওইখানে ঢুকতে দেয় না। আমরা বেরুবাড়ি দিয়ে এই তিনবিঘা করিডোর নিয়েছি – এটাতো স্বাধীন হওয়া চাই। ’

    সীমান্তের পাশে বাংলাদেশ অংশে চাষাবাদ করেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। তিনি বলেন, জিরো লাইনে বেড়া দেওয়ার কারণে ক্ষেতে-খামারে কাজ করতে আমাদের খুব অসুবিধা হয়। বিএসএফ টাওয়ার থেকে এসে হুমকি দেয়। যে কারণে ছোটদের ক্ষেতে যেতে দিই না। এখন সন্ধ্যার আগেই ক্ষেত-খামার থেকে বাড়ি ফিরি।

    রাতে সীমানাজুড়ে বিএসএফের উচ্চ ক্ষমতার বাতি জ্বালানো নিয়ে আপত্তি দহগ্রামবাসীর। তারা বলছেন, বিএসএফের উচ্চক্ষমতার লাইট তাদের ক্ষেতে পড়ার কারণে ফসলের অনেক ক্ষতি হচ্ছে।

    গরু-ছাগল মাঠে আনা-নেওয়াতেও অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি সমস্যা হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান।

    ক্ষোভের সুরে তিনি বলেন, ‘আমাদের গরু আমরা আমাদের মাঠে নিয়ে গেলেও বিএসএফ’র বাধার মুখে পড়তে হয়। অনেক সময় নির্যাতন করে তারা। গরু ভারত থেকে নিয়ে এসেছি বলে বন্দুক তাক করে। গুলি করে দেব বলে ভয় দেখায়। আমাদের গরু কি আমরা ঘরে পুষবো?’

    ট্রাক-বাস চলাচলেও অতীতের তুলনায় কড়াকড়ি বেশি জানালেণ দহগ্রাম বাজারের ব্যবসায়ী মো. ওহিদুল ইসলাম।

    তিনি বলেন, বড় কোনো যানবাহন ঢুকতে দিচ্ছে না বিএসএফ। মালপত্র আনতে গেলে অনেক চাপ। মনে করেন একটা বস্তা আনলেও খুব চেকিং চলে। জবাবদিহিতা করতে হয়।

    সীমান্তে উত্তেজনা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে।

    এ বিষয়ে ভারতের হাইকমিশনার বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। এ ব্যাপারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ রয়েছে। আমরা আশা করি, সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন হবে।

    এ ইস্যুতে রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এক ব্রিফিংয়ে বলেন, শূন্যরেখা থেকে ১৫০ গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, দহগ্রামের ক্ষেত্রে শূন্যরেখার উপরে তারা বেড়া দিতে পারবে। লিগ্যালি এইখানে আমাদের বাধা দেওয়ার সুযোগ নাই। কারণ আমরা এটা করতে দিতে সাইন করেছি (২০১০ সালে একটা চুক্তি করা হয়)।

    Infinix Hot 50 Pro: 270MP ক্যামেরার সঙ্গে 16GB RAM এর দুর্দান্ত স্মার্টফোন

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনবিঘা করিডোরের ভেতরে যে দহগ্রাম আঙ্গরপোতা ওটা এমন যে চারিদিকে ভারত, আমরা মাঝখানে। এমন সমস্যা আমাদের ট্যাক্টফুলি ইয়ে (হ্যান্ডেল) করতে হয়।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় আ.তঙ্কে করছে কী? কেন দহগ্রামে বাংলাদেশিরা বিএসএফ
    Related Posts
    কখন ফিরছেন শহিদুল আলম

    কখন দেশে ফিরছেন শহিদুল আলম? জানাল সরকার

    October 10, 2025
    বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাজ্য

    বাংলাদেশকে বড় ‘সুখবর’ দিল যুক্তরাজ্য

    October 10, 2025
    আবহাওয়া অফিস জানাল বৃষ্টির খবর

    বৃষ্টি আর কত দিন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

    October 10, 2025
    সর্বশেষ খবর
    মাইক্রোসফটের উপদেষ্টা হচ্ছেন সুনাক

    মাইক্রোসফট ও এআই প্রতিষ্ঠানে যোগ দিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

    what happened in hickman county tn

    What Happened in Hickman County, TN? Deadly Explosives Plant Blast Rocks Community

    মরুর বুকে ফুলের বাগান

    মরুর বুকে বিশ্বের সবচেয়ে বড় ফুল বাগান

    কখন ফিরছেন শহিদুল আলম

    কখন দেশে ফিরছেন শহিদুল আলম? জানাল সরকার

    Accurate Energetic Systems Bucksnort TN

    Accurate Energetic Systems Bucksnort TN: Everything We Know About the Explosion and Location

    নামাজের সময়সূচি ২০২৫

    নামাজের সময়সূচি: ১১ অক্টোবর, ২০২৫

    আজকের টাকার রেট

    আজকের টাকার রেট: ১১ অক্টোবর ২০২৫

    ২২ ক্যারেট সোনার দাম

    ২২ ক্যারেট সোনার দাম: রেকর্ড দামে বিক্রি হবে আজ প্রতি ভরি স্বর্ণ?

    who is dr wendy osefo

    Who Is Dr. Wendy Osefo? Career, Education, Net Worth and Latest Updates

    বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাজ্য

    বাংলাদেশকে বড় ‘সুখবর’ দিল যুক্তরাজ্য

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.