ধোনির সঙ্গে কি করছেন বিমানসেবিকা, কড়া ব্যবস্থার দাবি

ধোনি

স্পোর্টস ডেস্ক: প্রশংসা হোক কিংবা সমালোচনা, কখনওই কিছু গায়ে মাখেন না তিনি। জীবনকে নিজের মতো করে বাঁচতেই ভালোবাসেন। আসলে কোনও বিতর্ক তৈরি হলে তার হয়ে গলা ফাটান তার অনুরাগীরাই। কথা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির।

ধোনি

যাকে নিয়ে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই ফুঁসে উঠলেন নেটিজেনরা। ধোনির হয়ে সুর চড়ালেন তারাই। সাবেক ভারত অধিনায়কের বিমানযাত্রার একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তিনি বিমানে নিজের সিটে বসে ঘুমাচ্ছেন। আর তাঁর থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে এক বিমানসেবিকা পোজ দিচ্ছেন।

এককথায় ক্যাপ্টেন কুলের সঙ্গে ছবি তোলার স্বপ্নপূরণ করছেন তিনি। সেই আনন্দেই তিনি আত্মহারা। তার মুখের চওড়া হাসিই সে কথা বলে দিচ্ছে। কিন্তু ঘুমন্ত ধোনি পুরো বিষয়টা জানতেই পারেননি। আর এখানেই আপত্তি ধোনির অনুরাগীদের। তাদের প্রশ্ন, কেন ঘুমন্ত অবস্থায় ধোনির ভিডিও করা হল?

তিনি সেলিব্রিটি বলে কি বিমানেও তার কোনও প্রাইভেসি থাকবে না? অনেকের আবার দাবি, কোনও যাত্রী নন, খোদ বিমানসেবিকাই এই কাণ্ড ঘটিয়েছেন। তাই বিমান সংস্থার উচিত তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া। এর আগে ধোনির বিমানযাত্রার একটি ভিডিও সামনে এসেছিল।

শিক্ষার্থীদের রাত ৮টার পর বাড়ির বা‌ইরে আড্ডা না দেওয়ার নির্দেশ

যেখানে বিমানসেবিকার সঙ্গে অত্যন্ত মিষ্টি করে কথা বলতে দেখা গিয়েছিল ধোনিকে। তার দেওয়া চকোলেটও গ্রহণ করেছিলেন মাহি। ভক্তের সঙ্গে ধোনির এমন মধুর আচরণ মুগ্ধ করেছিল অনুরাগীদের। আর সেই কারণেই তার অজান্তে এবার বিমানসেবিকা যা করেছেন, তা কিছুতেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা।