মার্কেটের দেয়াল কেটে দুইটি ইলেকট্রিক সামগ্রীর দোকান থেকে চুরি করার পরই চোরদের নজর পড়ে মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে ঢুকে তারা মিষ্টি খেয়ে এবং কিছু নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

ভারতের পূর্ব বর্ধমানের ভাতারে রোববার (১৮ জানুয়ারি) ঘটনাটি ঘটে।
পরের দিন সোমবার সকালে দোকান খোলার সময় ঘটনাটি প্রকাশ্যে আসে।
স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে বলা হয়, ভাতার থানা এলাকার শিবদা বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যবসায়ী দেবাশিস মণ্ডলের ইলেকট্রিক সামগ্রীর দোকানে চুরির ঘটনা ঘটে। গভীর রাতে দোকানের পেছনের কংক্রিটের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে চোরের দল। তারা লক্ষাধিক টাকার ইলেকট্রিক তার, ফ্যান, গিজারসহ বিভিন্ন সামগ্রী এবং নগদ টাকা লুট করে। ওই দোকানের পাশে রয়েছে মিষ্টি ব্যবসায়ী রাম ঘোষের দোকান।
এরপর চোরেরা মিষ্টির দোকানের মাটির দেয়াল কেটে ভেতরে ঢুকে ল্যাংচা ও রসগোল্লা খায় এবং কিছু নগদ টাকা নিয়ে চলে যায়। তবে তারা মিষ্টি বাড়িতে নিয়েছে কিনা- তা জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


