দোকানের সব ঘড়ি যেন উরফির স্কার্টে, তুমুল ভাইরাল ছবি

উরফি

বিনোদন ডেস্ক : উরফি মানেই চমক। উরফি মানে বিতর্কও। মাঝেমধ্যেই বিচিত্র সব পোশাক পরে খবরের শিরোনামে উঠে আসেন প্রাক্তন ‘বিগ বস’-তারকা। এ বারও তার অন্যথা হল না।

উরফি

উরফি জাভেদ মানে সব সময়ই নতুন কিছু। কখনও মুখে বলরুমের আলো, কখনও কাচ দিয়ে জামায় দর্শককে তাক লাগান তিনি। রবিবার সকাল সকাল নতুন চমক ফের এক বার হাজির উরফি। দূর থেকে দেখলে মনে হবে কী আর একটা সাধারণ টি-শার্ট সঙ্গে স্কার্ট পরেছেন। একটু কাছে গেলেই ধারণাটা ভেঙে যাবে।

হালকা সাদা রঙের টি-শার্ট তো ঠিক আছে। তবে তাঁর পরনের স্কার্ট সত্যিই তাক লাগাবে। বিভিন্ন ধরনের ঘড়ি দিয়ে তৈরি করেছেন স্বচ্ছ স্কার্ট। আর সঙ্গে বাজছে তেমনই মানানসই বাজনা। দুলকি চালে হেঁটে আসছেন উরফি। নতুন পোশাকে তাঁকে দেখে রীতিমতো চমকে গিয়েছেন দর্শক।

ঘরের ইঁদুরের যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি দেবে পেঁয়াজ

কিছু দিন আগে মায়াবি ডিস্কোথেকের অবতারে উরফি দেখে আবাক হয়েছিলেন অনেকেই। মুখের জায়গায় আঠা দিয়ে আটকানো বলরুমের গোলাকার আলো। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। কেবল বক্ষযুগল আড়াল করেছেন সেই আলোর স্টিকার দিয়েই। সব মিলিয়ে অবাক করা দৃশ্য ভোলার নয়। দিনে দিনে এমন যে আর কত ভেল্কি দেখাতে চলেছেন মডেল-তারকা! এখন সেটাই দেখার।