দক্ষিণী সিনেমা টেক্কা দিতে এবার আসছে আমির খান ও রণবীরের জুটি

আমির খান ও রণবীরের জুটি

বিনোদন ডেস্ক : ২০১৪ সালে পিকে নামে একটি ছবি এসেছিল, যেটিতে বলিউড অভিনেতা আমির খানকে একেবারেই ভিন্ন স্টাইলে দেখা গিয়েছিল। অভিনেতা আমির খান এই ছবিতে একটি দুর্দান্ত কাজ করেছেন। দর্শকরা এই ছবিটি খুব পছন্দ করেছেন। দর্শকরা আমির খানের অভিনয় দেখে খুব হেসেছিলো।

আমির খান ও রণবীরের জুটি

এই ছবির শেষ দেখার পর জানা গেল খুব শীঘ্রই এই ছবির দ্বিতীয় খণ্ড দেখা যাবে এবং দ্বিতীয় খণ্ডে অভিনেতা আমির খানের সঙ্গে রণবীর কাপুরকেও দেখা যাবে। সবাই জানেন, দুজনেই অসাধারণ অভিনেতা। এখন এটা দেখার বিষয় যে এই দুজনের জুটি কি বক্স অফিসে চমকপ্রদ কিছু করতে সক্ষম হবে এবং বলিউডের ডুবন্ত নৌকা পার হতে পারবে?

আমির খান বলিউডের মিস্টার পারফেকশনিস্ট হলেও অভিনয়ের ক্ষেত্রে রণবীর কাপুরকে কেউ হারাতে পারবে না। দুজনেই বলিউডে বেশ ভালো জায়গা করে নিয়েছেন। দুই অভিনেতারই অনেক ভক্ত রয়েছে। আমির খান বলিউডের খান ত্রয়ীর একটি অংশ এবং একজন সিনিয়র অভিনেতা। আমির এখনও নিজের থেকে সফল হওয়ার নিশ্চয়তা দিচ্ছেন।

একই সঙ্গে রণবীর কাপুরও কাপুর পরিবারের সদস্য। তার দাদু রাজ কাপুর এবং বাবা ঋষি কাপুরের মতো, রণবীর কাপুর একজন ভিজ্যুয়াল শিল্পী এবং তিনি একজন স্পন্দিত তরুণ হৃদয় সম্পন্ন এক অভিনেতা। দুই অভিনেতা একই ছবিতে কাজ করলে কেমন হবে? অবশ্যই ছবিটির সাফল্য নিশ্চিত এবং দর্শকরাও প্রচুর বিনোদন পাবেন।

একই পর্দায় দুই ভিন্ন প্রজন্মের অভিনেতারা একসঙ্গে এলে তা বিস্ময়কর হবে। আমরা শুনেছি অনুরাগ বসু আমির খান এবং রণবীর কাপুরকে আবার একত্রিত করার চেষ্টা করছেন। অনুরাগ বসু উভয় অভিনেতার জন্য চিত্রনাট্য প্রস্তুত করছেন। যদিও এই ছবির প্রস্তুতি চলছে আমির খান প্রোডাকশনের অধীনে।

‘বরফি’ পরিচালনা করা অনুরাগ বসু রণবীর ও আমিরের জন্য চিত্রনাট্য লিখছেন। যদিও এই ছবির মূল ধারণা তৈরি করেছে আমির খান প্রোডাকশন। তবে আমির খান বা রণবীর কাপুর সিনেমাটিতে অভিনয় করবেন কি না তা গল্প শেষ হওয়ার পরই সিদ্ধান্ত নেবেন। ছবিটি যেন ভালো সাড়া পায় সেই কারণে ছবিটি লিখতে অনেক সময় লাগবে।

ডলারের বিপরীতে টাকার মান কমল ৮০ পয়সা

এই ছবিটি থেকে আমির ও রণবীরের অনেক প্রত্যাশা রয়েছে। রণবীর ও আমির খান একসঙ্গে ছবিতে থাকবেন কি না, সেটা সময়ই বলবে তবে একটা কথা নিশ্চিত, এই দুই অভিনেতা যদি একসঙ্গে কোনো ছবিতে থাকেন তাহলে এই ছবি অবশ্যই আশ্চর্যজনক হতে হবে।