জুমবাংলা ডেস্ক : বিগত কয়েক বছর ধরে টাকার বিপরীতে ডলারের দাম বাড়লেও, সাম্প্রতিক সময়ে এই বাজারে এসেছে স্বস্তির খবর। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ডলারের মূল্য কমেছে প্রায় ৫০ থেকে ৭০ পয়সা।
বিশ্লেষকরা বলছেন, রেমিট্যান্স ও রপ্তানির শক্তিশালী প্রবৃদ্ধি এবং আমদানি ব্যয় কমে যাওয়ার কারণে ডলারের ওপর চাপ হ্রাস পেয়েছে, যার ফলে এর দামও কমছে। এই ধারা অব্যাহত থাকলে সামনে আরও দাম কমতে পারে বলে তারা আশাবাদী।
বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী, গত বৃহস্পতিবার রেমিট্যান্সের ডলার কিনতে ব্যাংকগুলোকে প্রতি ডলারে ১২২ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা ৬০ পয়সা পর্যন্ত দিতে হয়েছে। অথচ মাসের দ্বিতীয় সপ্তাহে এই মূল্য ছিল ১২৩ টাকা থেকে ১২৩ টাকা ২০ পয়সা।
ব্যাংক কর্মকর্তাদের মতে, ডলারের দাম আরও কমতে পারে। কারণ, আগামী নির্বাচনের আগে নতুন বিনিয়োগের সম্ভাবনা কম থাকায় আমদানি চাহিদাও বাড়বে না। ফলে বাজারে অতিরিক্ত চাপ পড়ার আশঙ্কা নেই।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান জানিয়েছেন, রেমিট্যান্স ও রপ্তানি খাতে উন্নতির ফলে বৈদেশিক মুদ্রাবাজার আগের তুলনায় অনেক স্থিতিশীল হয়েছে। ব্যাংকগুলোর ওভারডিউ পেমেন্ট কমে যাওয়ায় এক্সচেঞ্জ রেটের ওপর চাপও হ্রাস পেয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে বাজারে ডলারের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে, কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর পরামর্শে এখনই ডলারের দাম পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়া হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।