জুমবাংলা ডেস্ক : সপ্তাহব্যাপী কেন্দ্রীয় নানা উদ্যোগ আর প্রচেষ্টার পরেও খুচরা বাজারে টাকার বিপরীতে বেড়েছে মার্কিন ডলারের দাম। বৃহস্পতিবার (২১ জুলাই) প্রতি ডলারের দাম ৫ টাকা বেড়ে এখন ১০৩ টাকায় গিয়ে ঠেকেছে।
আমদানিতে লাগাম টানতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার ও বাংলাদেশ ব্যাংক। রিজার্ভ থেকে ডলার বিক্রি করেও লাগাম টানা যাচ্ছে না। অস্থির ডলারের বাজার নিয়ন্ত্রণে প্রতিনিয়ত ডলারের দাম বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। ডলারের চাহিদা বেশি হওয়ায় ধীরে ধীরে দাম বাড়ানো হচ্ছে। সেইসাথে রিজার্ভ থেকেও প্রতিনিয়ত ডলার বিক্রি করছে।
এ কারণে খোলা বাজারেও ডলারের দাম বেড়েছে। গত চার-পাঁচ কর্মদিবসে সাড়ে থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়ে যায় দাম।
অর্থনীতিবীদ ও বাজারসংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে প্রবাসী ও পর্যটকরা দেশে আসছেন না। অন্যদিকে, ঈদের পর বিদেশগামী যাত্রীদের চাপ বেড়েছে।
বাজার ঘুরে জানা গেছে, ঈদের পর বুধবার প্রতি ডলারের বিপরীতে টাকার দাম ৯৮-৯৯ থেকে বেড়ে ১০৩ টাকায় গিয়ে ঠেকে।
এর আগের পাঁচ দিনে ডলারের দাম গিয়ে ঠেকে ১০০ টাকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।