আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রাবাজারে যুক্তরাষ্ট্রের ডলারের মান কমেছে। গত ২ মাসের মধ্যে যা সর্বনিম্ন। এবার সুদের হার বৃদ্ধি থেকে বিরত থাকতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে মার্কিন মুদ্রার এ অবমূল্যায়ন ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, চলতি সপ্তাহে বৈঠকে বসবেন ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) নীতি-নির্ধারকরা। তবে ২৫ বেসিস পয়েন্ট সুদ হার বাড়াতে পারে তারা।
এতে গত সপ্তাহে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। মধ্য-এপ্রিলের পর যা সবচেয়ে কম। শুধু সোমবার (১২ জুন) তা হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। বর্তমানে ইউএস ডলার ইনডেক্স দাঁড়িয়েছে ১০৩ দশমিক ৪৩ পয়েন্টে।
এ প্রেক্ষাপটে ইউরোর দাম বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের মুদ্রাটির মূল্য স্থির হয়েছে ১ দশমিক ০৭৬৮ ডলারে। সাপ্তাহিক ভিত্তিতে গত ১ মাসের মধ্যে যা সর্বোচ্চ।
তবে গ্রিনব্যাকের বিপরীতে জাপানি মুদ্রার দর অপরিবর্তিত রয়েছে। প্রতি ডলারের মূল্য নিষ্পত্তি হয়েছে ১৩৯ দশমিক ৪৫ ইয়েনে।
নিউজিল্যান্ডের মুদ্রার মূল্যমান বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি কিউই কারেন্সির দাম দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬১৫৩ ডলারে।
অস্ট্রেলিয়ার মুদ্রার মান বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। ডলারপ্রতি মূল্য স্থির হয়েছে শূন্য দশমিক ৬৭৬২ ডলারে। তবে ব্রিটিশ মুদ্রা স্টার্লিংয়ের দরপতন ঘটেছে শূন্য দশমিক ১ শতাংশ।
নর্ডিয়ার প্রধান বিশ্লেষক নিয়েলস ক্রিস্টেনসেন বলেন, বুধবার বৈঠকে বসবে ফেড। আর পরের দিন সভা করবে ইসিবি। এর আগে ডলারের দাম কমেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।