জুমবাংলা ডেস্ক : দেশের মুদ্রাবাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে মার্কিন ডলারের দাম। খোলাবাজারে প্রতি ডলারের দাম বেড়ে ১২৭ টাকা ছাড়িয়েছে।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ডিসেম্বরের শুরুতে পুরোনো আমদানি দায় মেটাতে সরকারি ও বেসরকারি খাতের ব্যাংকগুলো বেশি দামে প্রবাসী আয়ের ডলার কিনছে। এর প্রভাবেই দাম বাড়ছে।
এদিকে, ডিসেম্বরে ব্যাংকগুলো প্রবাসীদের থেকে প্রতি ডলার ১২১ থেকে ১২২ টাকায় কিনেছে। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে।
চলতি মাসের প্রথম ১৪ দিনে ১৩৮ কোটি ১৩ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। দৈনিক গড়ে এসেছে প্রায় ৯ কোটি ৮৬ লাখ ৬৯ হাজার ডলার।
গত বুধবার কেন্দ্রীয় ব্যাংকের মোট রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৯৪ কোটি ডলারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।