কার্ডে ডলার খরচ পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বাড়ছে লেনদেনও

ক্রেডিট কার্ডে ডলার খরচ

জুমবাংলা ডেস্ক : বিদেশে যাওয়ার পর ক্রেডিট কার্ডে ডলার খরচ বাড়ছে বাংলাদেশিদের। গত বছরের ডিসেম্বরে ক্রেডিট কার্ড গ্রাহকরা বিদেশে গিয়ে ৯২৯ কোটি টাকার লেনদেন করেছেন, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০১৮ সালের ডিসেম্বরে ২৪৭ কোটি টাকার লেনদেন হয়। সে অনুযায়ী পাঁচ বছরের ব্যবধানে লেনদেন বেড়েছে ২৭৬ শতাংশের বেশি। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ২০১৮ সাল থেকে কার্ডের লেনদেনের তথ্য রয়েছে। তা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।

ক্রেডিট কার্ডে ডলার খরচ

খাত সংশ্লিষ্টরা জানান, দেশে ডলার সংকট শুরু হলে নগদ ডলারের হাহাকার শুরু হয়। তখন মানুষ বিদেশ ভ্রমণের জন্য ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়িয়ে দেয়। ফলে ওই সময় থেকেই ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশে ডলার খরচ বাড়তে শুরু করে। এছাড়া এখন অর্থনৈতিক পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে, তারও একটি প্রভাব রয়েছে।

জানা যায়, দেশে ২০২২ সালের মে মাস থেকে ডলার সংকট শুরু হয়। এর পর থেকে বিদেশ ভ্রমণে আগের তুলনায় ক্রেডিট কার্ডে ডলার খরচ কয়েকগুণ বেড়ে যায়।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সালের এপ্রিলের আগ পর্যন্ত প্রতিমাসে ক্রেডিট কার্ডে বিদেশে লেনদেন হয়েছিল ২০০ থেকে ২৫০ কোটি টাকার মধ্যে। তবে মে মাসে প্রথমবারের মতো লেনদেন হয় প্রায় ৪০০ কোটি টাকা। এরপর ধারাবাহিকভাবে তা বাড়তে থাকে। আগস্টে ৫২০ কোটি টাকার লেনদেন হয়। অক্টোবরে গিয়ে তা ৬০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। আর ২০২৩ সালের জুলাইয়ে তা ৭০০ কোটি টাকা ছাড়ায়। একই বছরের অক্টোবরে তা আরও বেড়ে ৮০০ কোটি টাকা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, দেশে ডলারের ক্রাইসিস শুরু হলে নগদ ডলারের সংকট দেখা দেয়। তাই ওই সময় ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচে উৎসাহিত করা হয়। ফলে ক্রেডিট কার্ডে ডলার খরচ বেড়েছে।

জিআই হিসেবে অনুমোদন পেল আরও ৩ পণ্য

প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরে দেশে ও বিদেশে কার্ডের মাধ্যমে ৪৫ হাজার ৮০ কোটি টাকার লেনদেন হয়, যা নভেম্বরের তুলনায় ৬ দশমিক ৩৫ শতাংশ বেশি। নভেম্বরে লেনদেনের পরিমাণ ছিল ৪২ হাজার ৩৮৮ কোটি টাকা।