জুমবাংলা ডেস্ক: তীব্র হচ্ছে দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলারের সংকট। রবিবার (২২ মে) ব্যাংকের বাইরে খোলা মুদ্রাবাজার বা কার্ব মার্কেটে ৯৮ টাকা থেকে ৯৯ টাকা হয়েছে ডলারের দর। বাংলাদেশে বিশ্ববাণিজ্যের প্রধান মুদ্রাটির আন্তঃব্যাংক লেনদেন হার বা মান ৮৭.৫০ টাকায় অপরিবর্তিত রয়েছে। তবে খোলাবাজারে আন্তঃবাজার বিনিময় হার ছিল ৯৭.৫০ টাকা।
কার্ব মার্কেটে এর আগে গত সোমবার ১০০ টাকা ছাড়িয়ে যায় এক ডলারের মূল্যমান। বুধবারে তা ৯৭.৫০ টাকায় নেমে আসে, এদিন ৯৭ টাকাতেও বিক্রি করেছে কয়েকটি মানি এক্সচেঞ্জ।
মূলত দেশের আমদানির মূল্য বাড়ায় ডলারের শক্তিশালী চাহিদা দেখা দেয়। রেমিট্যান্স প্রবাহে ঘাটতির সময়ে আমদানি বিলের চাপ পরিস্থিতির অবনতিও ঘটায়।
মুদ্রাবাজারে ডলারের মূল্য কমাতে কেন্দ্রীয় ব্যাংক ১ বিলিয়ন ডলার বিক্রি করেও কোনো সফলতা পায়নি। এর আগে বাংলাদেশ ব্যাংক কয়েক দফায় ডলারের আন্তঃব্যাংক বিনিময় দর ১.৩০ টাকা বাড়ায়, এতে করে খোলাবাজারে দাম ১০০ টাকা ছাড়িয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।