বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশের ডোমেইন হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান সমূহের বার্ষিক মিলনমেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের প্রায় ৫০টির বেশি ডোমেইন হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান ও তাদের কর্মীরা অংশগ্রহণ করেন।
এই আয়োজনের প্লাটিনাম স্পন্সর ছিল পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার আমারপে, গোল্ড স্পন্সর ছিল ঢাকাকোলো প্রাইভেট লিমিটেড ও এক্সনহোস্ট, সিলভার স্পন্সর হিসেবে ছিল ভেনহোস্ট ও হোস্টএভার, এছাড়া কমিউনিটি স্পন্সর ছিল গটমাইহোস্ট, এল-কী, ডায়ানাহোস্ট, ও টসহোস্ট, মিডিয়া পার্টনার ছিল ঢাকা পোস্ট ও দেশ রূপান্তর।
দিনব্যাপী এই মিলনমেলার অন্যতম আকর্ষণ ছিল হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট। এতে চ্যাম্পিয়ন হয় এসটিআইটিবিডি চ্যালেঞ্জার্স ও রানার্স আপ হয় কোলোকন টাইগার্স।
সন্ধ্যায় এক সমাপনী অনুষ্ঠানে আয়োজনের আহ্বায়ক সালেহ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন আমারপের এসিস্ট্যান্ট ম্যানেজার (কমার্শিয়াল ডিভিশন) শাহিদ হোসাইন, ঢাকাকোলো প্রাইভেট লিমিটেডের ডিজিএম আতিক আয়মান, এক্সনহোস্টের চেয়ারম্যান মাসুমুল হক, হোস্টএভারের এমডি মোহাম্মদ মাসুম ও ভেন হোস্টের সিএমও পার্থ দেব নাথ।
আমারপের এসিস্ট্যান্ট ম্যানেজার (কমার্শিয়াল ডিভিশন) তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার আমারপে ডোমেইন হোস্টিং ইন্ডাস্ট্রির জন্য আরও কাজ করতে চায় ও একই সাথে পেমেন্ট গেটওয়ে সলিউশনের জন্য সর্বাধুনিক এবং গ্রাহক বান্ধব প্রযুক্তি তারা প্রোভাইড করছেন।
ঢাকাকোলো প্রাইভেট লিমিটেডের ডিজিএম আতিক আয়মান বলেন, তারা এই আয়োজনের অংশ হতে পেরে গর্বিত এবং দেশের একমাত্র মাল্টিপল লোকেশনে ডাটাসেন্টার থেকে কোলোকেশন সার্ভিস দিছে ঢাকাকোলো।
এক্সনহোস্টের চেয়ারম্যান মাসুমুল হক বলেন, এক্সন হোস্ট শুধু নিজেদের প্রতিষ্ঠান নয় তারা এই ইন্ডাস্ট্রির জন্যেও সমানভাবে কাজ করে যাচ্ছেন যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আয়োজনের সমন্বয়ক শাকিল আরেফিনের ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।