আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান নিউ অরলিন্সে জরুরি অবতরণ করেছে বলে জানা গেছে। গেল শনিবার এই জরুরি অবতরণের ঘটনা ঘটে বলে আজ বৃহস্পতিবার জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়, মেক্সিকো উপসাগরীয় এলাকায় একটি ইঞ্জিন ত্রুটি দেখা দিলে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়।
ড্যাসল্ট ফ্যালকন ৯০০ মডেলের বিমানটি নিউ অরলিন্স বিমানবন্দর থেকে ১২০ কিলোমিটার দূরে ছিল। তখন ইঞ্জিনে ত্রুটি দেখে পাইলট বিমানবন্দরে ফিরে আসেন। এসময় ট্রাম্পের সাথে গোয়েন্দা কর্মকর্তা ও তার সহযোগীরা ছিলেন।
তবে এ বিষয়ে ট্রাম্প ঘনিষ্ঠ কেউ মুখ খোলেননি।
সূত্র: খালিজ টাইমস
রাতারাতি আলোচনায় আসা ইউক্রেনের ফার্স্টলেডি কে এই ওলেনা জেলেনস্কা?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।