দ্বন্দ্ব ভুলে এক হলেন দীঘি-রাফী-তমা

rafi toma dighi

বিনোদন ডেস্ক : তরুণ প্রজন্মের আলোচিত নির্মাতা রায়হান রাফী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। দু’জনই ঢাকাই চলচ্চিত্রে ইন্ডাস্ট্রির মানুষ হলেও এর আগে তাদের মধ্যে দ্বন্দ্বের শুরু হয়েছিল। যা কারও অজানা নয়। তবে সেই দ্বন্দ্বের অবসান ঘটার অপেক্ষায় ছিলেন দর্শকরা।

rafi toma dighi

রাফী ও দীঘির দ্বন্দ্বটি ছিল ব্যাপক আলোচনায়। নির্মাতার ‘সুড়ঙ্গ’ সিনেমার নায়িকা তমা মির্জাকে ইঙ্গিত করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন দীঘি। লিখেছিলেন, তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে বেশ অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বিভিন্ন সময় ইন্ডাস্ট্রির নোংরা পলিটিক্সের শিকারও হয়েছেন। আর তাকে একটি সিনেমায় নেয়ার জন্য নির্বাচিত করেও বাদ দিয়েছেন রাফী।

অভিনেত্রী দীঘির এই অভিযোগ ওই সময় নাকচ করে ‘দহন’ খ্যাত নির্মাতা বলেছিলেন, দীঘি নিজেই আমার সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে আমার সঙ্গে কথা বলেছে, আমার অফিসে এসেছে। তার অর্থ এই নয় যে, তাকে চূড়ান্ত করা হয়েছে।

এমনকি এ অভিনেত্রীকে পরামর্শ দিয়ে রাফী বলেছিলেন, তার উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ের দিকে মনোযোগী হওয়া। ফিটনেসের দিকে মনোযোগী হওয়া। শুধু যে আমার সিনেমা থেকে বাদ হয়েছে, বিষয়টি এমন না। অন্যরা কেন তাকে বাদ দিলো? তাহলে অবশ্যই ঘাটতি রয়েছে তার।

এ ঘটনার পর অবশ্য আর কখনো রাফী ও দীঘিকে একসঙ্গে দেখা যায়নি কোনো অনুষ্ঠানে। তবে এই সময়ের মধ্যে নিজেকে বেশ বদলে ফেলেছেন অভিনেত্রী। নিজেকে ফিট করে তুলেছেন এবং একইসঙ্গে টিকটক থেকেও সরে এসেছেন।

এ বছর ডেঙ্গুতে ভর্তি রোগী ৩৭ হাজার ছাড়াল

এবার সেই অতীত দ্বন্দ্বের অবসান হলো বুঝি। সম্প্রতি একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল রাফী ও দীঘিকে। নতুন একটি সিনেমার অনুষ্ঠানে রাফীর নির্মাণের বেশ প্রশংসা করেন দীঘি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনেমাটি সম্পর্কে কথা বলার সময় তার কাছে জানতে চাওয়া হয়, রাফীর সিনেমায় কবে দেখা যাবে তাকে? জবাবে দীঘি বলেন, সেটি তো রাফীই ভালো বলতে পারবেন। ভালো গল্প, চরিত্র হলে আমার পক্ষ থেকে কখনো কাজ করতে সমস্যা নেই।