চিত্রটি আপনার কাছে মৎসকণ্যা না গাধা মনে হচ্ছে?
চিত্র বিভ্রান্তি নিয়ে আমাদের অনেকের ধারণা আছে। একই ছবির মধ্যে রহস্য লুকিয়ে থাকে। একই ছবি নানা মানুষ নানাভাবে দেখে ও বিভিন্নভাবে ব্যাখ্যা দেয়। এই চিত্রে আপনি হয়তো গাধা দেখবেন নয়ত মাছ দেখতে পাবেন। তাছাড়া অন্যকিছুও ভাবতে পারেন।
সামাজিক মাধ্যম আজকাল শুধু মতামত ও তথ্য শেয়ার করার স্থান নয়, এখানে ব্যবহারকারীরা অনেক ধাঁধাঁ অনুশীলন করছে ও বন্ধুদের সাথে শেয়ার করছে। চিত্র বিভ্রান্তির মজার বিষয় হচ্ছে এক এক জন এক এক রকম উত্তর দেন। অনেকেই একেবারে ভিন্ন উত্তর দেন।
এ চিত্রটি জে কে রাউলিং নিজে শেয়ার করেছেন। চিত্রটি আপনার কাছে মৎসকণ্যা মনে হতে পারে আবার গাধা হতে পারে। আসলে সঠিক উত্তর হবে গাধা যদিও এটি দেখতে মাছের মতো মনে হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।