‘আগেই লোকটির সঙ্গে বিছানায় ঝাঁপিয়ে পড়ো না’

জিনাত আমান

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জিনাত আমান। ১৯৭০ সালে বলিউডে অভিষেক হয় তার। সত্তর-আশির দশকে তার আবেদনময়ী উপস্থিতি রুপালি পর্দায় ঝড় তুলেছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জিনাত আমানের চুলে পাক ধরেছে। দীর্ঘদিন ধরে রুপালি পর্দা থেকেও দূরে রয়েছেন। কিন্তু সেই সাহসী মানসিকতা এখনো লালন করেন এই অভিনেত্রী।

কয়েক দিন আগে সুইপ রাইড অনুষ্ঠানে অভিনেত্রী-ইউটিউবার কুশা কপিলার মুখোমুখি হন জিনাত আমান। এ আলাপচারিতায় নতুন প্রজন্মের যুগলদের ডেটিং নিয়ে উপদেশ দেন। এসময় ‘ঠোঁটকাটা’ জিনাত আমানকে পাওয়া যায়। তার বক্তব্য নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়।

জিনাত আমান1

জিনাত আমান বলেন, ‘এ কথা আমাকে বলতেই হচ্ছে, এজন্য সত্যি দুঃখিত। তরুণদের নিজের শরীরের ওপরে নিয়ন্ত্রণ থাকা উচিত। আগেই লোকটির সঙ্গে বিছানায় ঝাঁপিয়ে পড়ো না। অপেক্ষা করো, পরস্পরকে জানো। তুমি তোমার কাছে অনেক মূল্যবান; নিজেকে নষ্ট করো না।’

জিনাত মনে করেন— এ প্রজন্মের যুগলরা সম্পর্কে জড়ায় শারীরিক চাহিদা মেটাতে। মেয়েদের উপদেশ দিয়ে জিনাত আমান বলেন, ‘সঙ্গীর সঙ্গে বিছানায় ঘনিষ্ঠ হওয়ার আগে তার মানসিকতা বুঝে নেওয়ার চেষ্টা করো।’

জিনাত আমান2

মেয়েদের আর্থিক স্বচ্ছলতা প্রসঙ্গে জিনাত আমান বলেন, ‘আর্থিক স্বচ্ছলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র আর্থিকভাবে স্বচ্ছল হলে মেয়েদের জোর বাড়বে। কোনো পুরুষ যদি মেয়েদের স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়ায় তবে তাকে দরজা দেখিয়ে দাও।’

প্রেম-বিয়ে নিয়ে যা বললেন শামীম ও অহনা

১৯৭০ সালে মিস এশিয়া প্যাসিফিকের খেতাব জিতেন জিনাত আমান। একই বছর বলিউডে পা রাখেন তিনি। চলতি বছর অর্থাৎ একাত্তর বছর বয়সে সামাজিক যোগাযোগমাধ্যমে পা রাখেন। সমকালীন ঘটনা কিংবা নিজের ভাবনার কথা প্রকাশ করতে এ মাধ্যম ব্যবহার করছেন জিনাত। মাধ্যমটিতে তাকে এখন প্রায় সাড়ে ৪ লাখ মানুষ অনুসরণ করেন। তথ্যসূত্র: পিঙ্কভিলা, টাইমস অব ইন্ডিয়া