‘ভয় পেলে ছবিগুলো দেখবেন না’: আদা শর্মা

আদা শর্মা

বিনোদন ডেস্ক : তবে তিনি যে ঠিক কতটা কঠোর পরিশ্রমি, তার প্রমাণ মিলল এবার এই পোস্টে। যেখানে তিনি তাঁর শীরের এই অবস্থা নিয়ে প্রোমোশন ও শুটে যাওয়ার কথা উল্লেখ করলেন।

আদা শর্মা

সদ্য বড় ঝড় কাটিয়ে উঠলেন দ্য কেরালা স্টোরি অভিনেত্রী আদা শর্মা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর। প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল তিনি অ্যালার্জির সমস্যায় ভুগছিলেন। এখন কেমন আছেন তিনি? নিজেই সোশ্যাল মিডিয়ায় সকল ভক্তদের জানালেন নিজের শারীরীক আপডেটের কথা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন একাধিক ছবি। যা দেখে রীতিমত শিউরে উঠতে হয়। তবে তিনি যে ঠিক কতটা কঠোর পরিশ্রমি, তার প্রমাণ মিলল এবার এই পোস্টে। যেখানে তিনি তাঁর শীরের এই অবস্থা নিয়ে প্রোমোশন ও শুটে যাওয়ার কথা উল্লেখ করলেন।

শুরুতেই লিখলেন, ”সবাইকে ধন্যবাদ। কোথা কোথা থেকে মেসেজ পেয়েছি, কিছু কিছু মানুষের সঙ্গে তো বেশ কিছু বছর যোগাযোগই ছিল না। আদা শর্মার ফ্যান ক্লাবকেও ধন্যবাদ। এখানেই শেষ নয়, আদা বড় বড় হরফে লিখে দেন, পরের ছবি গুলো দেখবেন না, যদি আপনার অ্যালার্জি বা ব়্যাশের ছবিতে অস্বস্তি থেকে থাকে। একটু ভয়ানক ছবি। তবে আমার মনে হয় ইনস্টাগ্রামে শুধু সুন্দর ছবি শেয়ার করলে হবে না।”

এরপর অসুস্থতা প্রসঙ্গে তিনি লেখেন, ”কিছুদিন ধরে আমি অসুস্থ। ব়্যাশ হয়েছে, এটা ভয়ানক ব়্যাশ। ফুল হাতা জামা পরে তা ঢেকে রাখা উচিত। তবে স্ট্রেস থেকে তা মুখেও ফুটে উঠতে শুরু করে। এরপর আমি অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম। যার পর আমার ভীষণ বমি হয়।

আলিয়ার প্রথম অডিশনের ভিডিও ভাইরাল

এরপর নতুন ওষুধ খেয়ে, ইঞ্জেকশন নিয়ে আমি গোটা শরীর ঢেকে প্রোমোশনে যাচ্ছি। এরপর আমি কথা দিচ্ছি মা, আমি আমার শরীরের যত্ন নেব। কাল আমি কিছু দিনের জন্য বাইরে যাচ্ছি। মায়ের কথায়, সমস্ত কাজ হয়ে গিয়েছে এবার নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আমি দ্রুত ফিরব। ততদিন কম্যান্ডোর শুটের দৃশ্য শেয়ার করতে থাকব।”