Doogee S98: স্মার্টফোন নাকি মিলিটারি সিক্রেট এজেন্ট

Doogee S98: স্মার্টফোন

যদি আপনার ফোনটি দেখতে মিলিটারি ট্যাঙ্কের মতো হয় এবং আপনার মধ্যে যুদ্ধ-যুদ্ধ ভাব নিয়ে আসে  তাহলে এটি ব্যবহার করে আপনি যুদ্ধক্ষেত্রে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে ইচ্ছা করবে। এ ধরনের মিলিটারি স্টাইলের মোবাইল নিয় বাজারে এসেছে Doogee ব্র্যান্ডের স্মার্টফোন নির্মাতা।

আজকাল অনেক ব্র্যান্ডের মোবাইল ফোন খুবই মজবুত করে বানানো হয়। সম্ভাব্য কঠিন আঘাত যেনো সহ্য করতে পারে ও একই ভাবে বৃষ্টির পানি, ধুলা-বালি বা কড়া রোদে যেনো কোন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রেখে বেশকিছু স্মার্টফোন নির্মাণ করা হয়েছে। Military Grade এর ট্যাঙ্ক যেমন অনেক মজবুত করে বানানো হয়, কঠিন আঘাত সহ্য করতে পারে ঠিক তেমনই Doogee S98 মডেলের স্মার্টফোন এর মধ্য একই বৈশিষ্ট্য বিদ্যমান থাকে।

Doogee S98: স্মার্টফোনপাশাপাশি এই মোবাইল  ফোন দেখতে ঠিক মিলিটারি স্টাইলের মতো, হাতে নিলে প্রিমিয়াম ফিল পাওয়া যায়। যারা নরমাল ডিজাইন থেকে বের হয়ে অন্য ঘরানার স্টাইলিশ ফোন খুঁজছেন তাদের জন্য এটি আদর্শ।

ফোনের পিছনে দ্বিতীয় আরেকটি ডিসপ্লে থাকবে এবং সেখানে নোটিফিকেশন দেখা যায়। পাশাপাশি সময় ও তারিখ উল্লেখ থাকে। দ্বিতীয় ডিসপ্লে দিয়ে আপনি সেলফিও তুলতে পারবেন। এ ধরনের ডিজাইনের স্মার্টফোন বের করার চেষ্টা করেছে সব কোম্পানি। তবে সবার আগে বাজারে নিয়ে আসতে সক্ষম হয়েছে Doogee ব্র্যান্ড।

সাধারণত স্মার্টফোনের পিছনে ক্যামেরা বাম্প থাকে। কিন্তু Doogee ব্র্যান্ডের S98 মডেলে এ ধরনের ক্যামেরা বাম্পের পরিবর্তে স্মার্টওয়াচ এর মতো ডিজাইন করা হয়েছে। পাশাপাশি LED Flash এর ব্যবস্থাও রাখা আছে। মোবাইলের ব্যাক সাইডের ডিজাইন এতই সুন্দর যে হাতে নিলে ভাইভ ফিল পাওয়া যায়।

এটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যার কারণে অন্য ফোন থেকে এটিকে আলাদা করা যায়। গভীর রাতে অভিযানে সেনা সদস্যরা যেমন Night vision ক্যামেরা ব্যবহার করে তেমনি এই মোবাইলের ক্যামেরাতে  20MP নাইট ভিশন ক্যামেরা রয়েছে যা সেক্রেট এজেন্ট হিসেবে খুবই মানানসই। ক্রেতাদের কাছে এই ফিচার খুবই চমকপ্রদ মনে হয়েছে।

বাজারে Doogee S98 আকর্ষণীয় মোড়ক সাথে নিয়ে বিক্রি করা হচ্ছে। তবে বেশিরভাগ ফোন নির্মাতারা এতো ভারী ফিচার সবসময় দিতে পারবেন না। ব্র্যান্ডটি তাদের ডিজাইনকে অন্যদের থেকে আলাদা করতে  সবথেকে বেশি নজর দিয়েছে। তবে অন্যান্য মোবাইল নির্মাতা কোম্পানি ডগি ব্র্যান্ডকে নিয়ে যথেষ্ট ঈর্ষা করবে তাতে সন্দেহ নেই।

যেভাবে বাড়াবেন ওয়াইফাইয়ের স্পিড