ডোরাকাটা এই ছবিতে দেখুনতো কোনো প্রাণী দেখতে পাচ্ছেন কি

ডোরাকাটা ছবির রহস্য

আন্তর্জাতিক ডেস্ক : সাদা-কালো ডোরাকাটা এই ছবিতে লুকিয়ে আছে রহস্য! এই ছবিতে একটি প্রাণী লুকিয়ে আছে, যা আপনার চোখের পরীক্ষা নেয়ার জন্য যথেষ্ট।
সম্প্রতি ভাইরাল হওয়া এই ছবিতে সাদা এবং কালো সরু সরু দাগ। প্রথম দেখাতে এটাকে সাধারণ দাগ হিসেবেই মনে হতে পারে। কিন্তু এই দাগেই আসল রহস্য লুকিয়ে রয়েছে।

ডোরাকাটা ছবির রহস্য

মিশেল ডিকিনসন নামে এক টুইটার ব্যবহারকারী দৃষ্টিভ্রমের এই ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন। সেই রহস্যটা কী? ওই টুইটার গ্রাহক জানিয়েছেন, ওটা শুধুমাত্র সাদা-কালো দাগের কোনো ছবি নয়। এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি প্রাণী।

আপনি কি দেখতে পাচ্ছেন সেই প্রাণীটিকে? যদি দেখতে পান, তা হলে বলুন তো সেটা কী? কীভাবে খুঁজতে হবে তা-ও বলে দিয়েছেন মিশেল ডিকিনসন। তার কথায়, ‘যদি এর মধ্যে প্রাণীটিকে খুঁজে বার করতে হয়, তা হলে নিজের মাথাকে একটু ডান দিক, বাম দিক হেলাতে হবে। তবেই নজরে আসবে রহস্যময় সেই প্রাণী।’

আপনিও চেষ্টা করে দেখুন। মাথা হেলানোর পর কী খুঁজে পেলেন? মাথাকে ডান দিক, বাম দিক হালকাভাবে নাড়ালে ওই দাগের মধ্যে দু’টি চোখ নজরে আসবে। তার পর কান, মুখ ধীরে ধীরে নজরে আসবে। আসলে ওই দাগের পেছনে লুকিয়ে রয়েছে একটি বিড়াল।