দর্শকের মতে ঈদের সেরা গান ইমরান-কোনালের ‘হাতে খড়ি’

ইমরান-কোনাল

বিনোদন ডেস্ক : গান অনেক হয়, কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গান হয় হাতে গোনা! তেমনই এক হৃদয় ছুঁয়ে যাওয়া রোমান্টিক গান খুঁজে পেল দর্শকরা। গানের নাম ‘হাতে খড়ি’। যেখানে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের দুই শিল্পী ইমরান ও কোনাল।

ইমরান-কোনাল

‘উড়ো প্রেম’ নাটকে গানটি দেখেছেন দর্শক। মহিদুল মহিনের পরিচালনায় গেল ঈদে সিএমভি’র ইউটিউবে নাটকটি প্রচার হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত দুই শিল্পী ইমরান-কোনালের এ গানটি অপূর্ব-মেহজাবীনের ‘উড়ো প্রেম’ নাটকে ভিন্ন এক মাত্রা যোগ করে। ইউটিউবে গানটি ইতোমধ্যে মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। চোখে এড়ায়নি দর্শকদের প্রশংসার হাজারও মন্তব্য।

দর্শকরাই বলছেন, ‘হাতে খড়ি’ গত ঈদের সেরা রোমান্টিক একটি গান। রাব্বি হাসান নামে একজন লিখেছেন, ‘হাতে খড়ি’ আমার প্রিয় গান। এতোই ভালো লাগে যে প্রতিদিন ৮-১০ বার শুনি।

আমেরিকা থেকে ভালোবাসা প্রকাশ করে বিজয় হালদার নামের এক দর্শক লিখেছেন, গানটি শুনলে নস্টালজিক হয়ে যাই। এটা এখন পর্যন্ত অন্যতম সেরা রোমান্টিক গান। অপূর্ব-মেহজাবীনের জন্য ভালোবাসা। ইমরান-কোনালের গায়কি, গানের কথা অসাধারণ।

আল অঙ্কুর, দীপা দাস, শিমুল সরকার, কাজী তানিয়ার মতো অনেকেই লিখেছেন, ‘হাতে খড়ি’ ঈদের সেরা রোমান্টিক গান।

এছাড়া অসাধারণ গান, সুপার রোমান্টিক গান ও শুভকামনা জানিয়ে শত শত দর্শক শ্রোতারা ইমরান-কোনালের এ গানটিকে সাধুবাদ জানিয়েছেন। কেউ কেউ আবার লিখেছেন, নাটকে এতো সুন্দর রোমান্টিক গান হয় আগে জানা ছিল না।

YouTube video player

কয়েকজন আবার লিখেছেন, গানটি এতটাই ভালো লেগেছে যে গান শোনা ও দেখার পরে নাটক দেখেছেন। ‘হাতে খড়ি’ গানটি লিখেছেন শারিফ আল দিন, সুর করেছেন নাজির মাহমুদ এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।