রিয়াল মাদ্রিদের বিপক্ষে কখনও জিততে পারেনি বরুসিয়া ডর্টমুন্ড। পাঁচবারের মুখোমুখি দেখায় চার ম্যাচে হারের বিপরীতে কেবল একটিতে ড্র করতে পেরেছিল জার্মান ক্লাবটি। চলতি ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও দুই দলের দেখায় আগের সেই ধারাই অব্যাহত থাকল।
বাংলাদেশ সময় শনিবার (৫ জুলাই) রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল লস ব্লাঙ্কোসরা। টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার রাতে তাদের প্রতিপক্ষ পিএসজি।
গনসালো গার্সিয়া ও ফ্রান গার্সিয়ার গোলে নির্ধারিত ৯০ মিনিট শেষে ২-০ গোলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। ইনজুরি টাইমের নাটকীয়তায় হয়েছে আরও ৩ গোল। এই সময়ে গোল পাল্টা গোল, পেনাল্টি, লাল কার্ড, নাটকীয় সেভে ম্যাচ জমে ওঠে। তবে ১০ জনের দলে পরিণত হয়েও শেষ হাসি হেসেছে রিয়াল।
এদিন ম্যাচের ১০ মিনিটেই গনসালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল। মিডফিল্ডার আরদা গুলারের ক্রস থেকে ডান পায়ের ভলিতে জাল কাঁপান এই স্প্যানিশ ফরোয়ার্ড। এর ঠিক ১০ মিনিট পর ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ক্রসে লক্ষ্যভেদ শটে স্কোর ২-০ করেন ডিফেন্ডার ফ্রান গার্সিয়া।
এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে নির্ধারিত সময়ে দুই দলের কেউই আর জালের দেখা পায়নি। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে রুদিগারের দুর্বল ক্লিয়ারেন্সে ডি বক্সের কাছে বল পেয়ে জালে বল ঠেলে দেন বেইয়ার। থিবো কোর্তয়া ডান দিকে ঝাপিয়ে পড়েও বল ফ্লিয়ার করতে পারেননি।
পরের মিনিটেই গুলারের ক্রসে অ্যাক্রোবেটিক শটে ৩-১ করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা কিলিয়ান এমবাপ্পে। কিক অফের পরপর ষষ্ঠ মিনিটে পেনাল্টি পায় ডর্টমুন্ড। হুইসেন মাদ্রিদের বক্সে গুইরাসিকে থামাতে গেলে ফাউল করে লাল কার্ড দেখেন। অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন গুইরাসি। স্কোর হয় ৩-২।
কয়েক সেকেন্ড পর বক্সের প্রান্ত থেকে স্যাবিটাইজারের শট ডানহাত দিয়ে সেভ করে দলকে বাঁচান রিয়াল কিপার থিবো কোর্তোয়া। ফাইনালে ওঠার লড়াইয়ে রিয়াল মুখোমুখি হবে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির। অন্য সেমিফাইনালে ফ্লুমিনেন্সের বিপক্ষে খেলবে চেলসি।
ম্যাচ শেষে রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, ‘পিএসজি ম্যাচ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। আপাতত আমরা এই ম্যাচ থেকে ইতিবাচক দিক নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’ তিনি আরও বলেন, ‘সবকিছু নিয়ন্ত্রণে ছিল, ফলও। কোনও গোল খাইনি। শেষ ১০ মিনিট ছিল অদ্ভুত।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।