জুমবাংলা ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে দুদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা। বুধবার (২১ জুন) বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ টাকা করে বিক্রি হতে দেখা গেছে। সোমবার (১৮ জুন) একই বাজারে ১০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে। মঙ্গলবারও যা বিক্রি হয়েছে ১৪০ টাকা কেজি।
মতিয়ার রহমান নামে একজন বলেন, শুক্রবার ৯০ টাকা কেজিতে কাঁচা মরিচ কিনেছি। আজ (বুধবার) শুনছি ২০০ টাকা কেজি। ৩-৪ দিনের ব্যবধানে দ্বিগুণেরও বেশি। এটা কি মেনে নেওয়া যায়। এক কেজি কেনার জন্য এসে কিনলাম ৫০০ গ্রাম। দাম বাড়ার কারণও জানতে পারলাম না। বাজার নিয়মিত মনিটরিংয়ের অভাবে ব্যবসায়ীরা ইচ্ছামতো যখন-তখন দাম বাড়িয়ে দিচ্ছে। দেখার কেউই নেই।
ঈশ্বরদী বাজারের কাঁচামাল ব্যবসায়ী সঞ্জয় সরকার বলেন, দুদিন ধরে কাঁচা মরিচের দাম বাড়ছে। সোমবার থেকে বুধবার ১০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে। বুধবার যা হয়েছে ২০০ টাকা।
পাইকারি ব্যবসায়ী বশির আহমেদ বলেন, কাঁচা মরিচ সবচেয়ে বেশি আমদানি হয় বগুড়া ও সিরাজগঞ্জের চরাঞ্চল থেকে। বৃষ্টিতে অনেকের জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় মরিচের সংকট দেখা দিয়েছে। তাই দাম বেড়েছে।
ব্যবসায়ী দিপু বলেন, বাজারে কাঁচা মরিচের আমদানি কম থাকায় দাম বেড়েছে। তবে এতটা যে দাম বাড়বে ভাবতে পারিনি। বর্ষাকালে এমনিতেই কাঁচা মরিচে দাম বাড়ে কিন্তু এবারে এ অঞ্চলে বৃষ্টি শুরু না হতেই দাম বেড়ে গেলো।
উপজেলা কৃষি অফিসার মিতা সরকার বলেন, স্থানীয়ভাবে বৃষ্টিপাত হয়নি। খরায় পোকামাকড়ের আক্রমণে ফলন কম হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।