আন্তর্জাতিক ডেস্ক : পুরো বিশ্বজুড়েই ইবাদত-বন্দেগি ও নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র রমজান। অনেকেই পবিত্র এ মাসটি কাটাতে ছুটে গেছেন সৌদি আরবের মক্কা ও মদিনায়।
সম্প্রতি মক্কায় ওমরাহ করতে যাওয়া এক ছোট্ট মেয়ে শিশু সবার মন কেড়েছে। সেখানে দেখা যাচ্ছে, বেশ কয়েকবারের চেষ্টায় আল্লাহর ঘর পবিত্র কাবাতে চুমো দিয়েছে সে। যদিও ভিডিওটি রমজান মাসের আগের।
তবে নতুন করে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ঘুরপাক খাচ্ছে। এতে দেখা যাচ্ছে, শিশুটি কাবা ঘরে চুমো দিতে বারবার চেষ্টা করছে।
যদিও ছোট্ট বোরকা পরা শিশুটি কাবার দিকে যাওয়ার পর তাকে সরিয়ে দিচ্ছিল নিরাপত্তারক্ষীরা এবং তাকে তার বাবার দিকে পাঠিয়ে দিচ্ছিল। যিনি পাশেই বসে ছিলেন।
النجاح ليس بالضرورة من أول محاولة:
محاولة وفشل! محاولة وفشل! محاولة ونجاح 👏👏👏
(منقول)#مكة #الكعبة #الحجر_الأسود pic.twitter.com/G8b9qL2xFe— أ.د. عبدالله المسند (@ALMISNID) March 9, 2024
এরপর শিশুটি তার বাবার সঙ্গে কথা বলে। যে তাকে আবারও কাবাতে চুমো দেওয়ার চেষ্টার জন্য বলে। এরপর শিশুটি আবার কাবার দিকে দৌড়ে যায়। কিন্তু তাকে আবারও ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু নাছোড়বান্দা শিশুটি পুনরায় যাওয়ার পর নিরাপত্তারক্ষী তাকে তুলে ধরে এবং কাবার ভেতর থাকা কালোপাথরে চুমো দিতে দেয়। এই কালো পাথরটি হাজরে আসওয়াদ নামে পরিচিত।
ছোট্ট এ শিশুটির এমন দৌড়াদৌড়ি অনেকের মনে ধরেছে। বেশিরভাগ মানুষই তার জন্য শুভ কামনা জানিয়েছেন।
পবিত্র রমজান মাস আসলে সৌদির স্থানীয় নাগরিক ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ মক্কা ও মদিনায় ভিড় করেন। তবে রমজানে সব মুসল্লি যেন ওমরাহ পালনের সুযোগ পান সেটি নিশ্চিতে এবার রমজানে এক ব্যক্তিকে শুধুমাত্র একবারই ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদির সরকার।
সূত্র: জিও নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।