বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি বিভিন্ন ভিডিও, রিল এবং স্টোরি আপলোড করেন অনেকেই। অনেক সময় দেখা যায়, পছন্দের কোনো ভিডিও কেউ ডাউনলোড করে রাখতে চান। কিন্তু সেগুলো সহজেই ডাউনলোড করার সুযোগ দেয় না ফেসবুক। কেন না তারা অবশ্যই চায় ভিডিওটি আবার দেখতে, ব্যবহারকারী যেন আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে ফিরে আসেন।
মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মটি থেকে আপনি আপনার ডিভাইসে সরাসরি অফিসিয়াল উপায়ে ভিডিও ডাউনলোড করতে পারবেন না। তবে আপনাকে ভিডিওটি প্ল্যাটফর্মের সেভ করে রাখার সুযোগ দেয় ফেসবুক। যা অনেকটা বুকমার্ক করে রাখার মতো।
ফেসবুক চায় যে আপনি প্ল্যাটফর্মটি থেকে কোনো ভিডিও ডাউনলোড করবেন না, তার মানে এই নয় যে আপনি এটি করতে পারবেন না। আপনি চাইলেই ফেসবুক থেকে আপনার ডিভাইসে ভিডিও ডাউনলোড করতে পারবেন। আর সেটি আপনি কীভাবে করবেন, সেটি নিয়ে সাজানো হয়েছে এ প্রতিবেদন।
আপনার আইফোন বা অ্যান্ড্রয়েড ডিভাইসে যেভাবে ফেসবুক ভিডিও ডাউনলোড করবেন
আপনি সাধারণ ফেসবুক অ্যাপ ব্যবহার করে আপনার ফোনে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন না। তবে এক্ষেত্রে আপনি চাইলে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে পারেন। যার মাধ্যমে কাঙ্ক্ষিত ভিডিওটি সরাসরি আপনার ফোনের ক্যামেরা রোলে সেভ হবে। এক্ষেত্রে আপনি ফ্রেন্ডলি সোশ্যাল ব্রাউজার ব্যবহার করতে পারেন। এই অ্যাপ দিয়ে অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ব্যবহারকারীরাই সামাজিক যোগাযোগ মাধ্যমটি থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।
১. প্রথমেই ফ্রেন্ডলি সোশ্যাল ব্রাউজার ইন্সটল করুন:
২. এই অ্যাপটিতে ডিফল্ট হিসেবে ফেসবুক থাকবে। সেখানে ফেসবুক এ ট্যাপ করুন;
৩. এ পর্যায়ে আপনার ফেসবুকে লগ ইন করুন;
৪. একবার লগ ইন করার পরে আপনি চাইলেই ফেসবুকের অফিসিয়াল অ্যাপের পরিবর্তে ফ্রেন্ডলি সোশ্যাল ব্রাউজার ব্যবহার করতে পারেন। কেন না, অধিকাংশ ক্ষেত্রেই এটি দেখতে একই রকম হওয়ার পাশাপাশি এটি একইভাবে কাজ করে;
৫. আপনি যদি আইফোন ব্যবহারকারী হয়ে থাকেন, সেক্ষেত্রে ভিডিও পোস্টের নিচের ডানদিকের কোনায় থাকা ক্লাউড আকৃতির ডাউনলোড বাটনটি চাপুন। আর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের ডিভাইসের ভিডিওতে ডাউনলোড আইকনে ক্লিক করুন;
৬. অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ভিডিওটি সঙ্গে সঙ্গে ডাউনলোড হওয়া শুরু হবে। কিন্তু আইফোন ব্যবহারকারীরা আরও একটি অপশনসহ পপ-আপ দেখতে পাবেন। এক্ষেত্রে ব্যবহারকারীদের ভিডিও অপশনের ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে;
৭. আপনি সেই ভিডিওটি চাইলে ফটোস বা ফাইল অপশনের যে কোনো একটিতে সেভ করতে পারবেন।
প্রসঙ্গত, আইফোন এবং অ্যান্ড্রয়েড উভয় ক্ষেত্রেই, আপনার ফটো গ্যালারি এবং স্টোরেজ মিডিয়া অ্যাক্সেস করার জন্য আপনাকে অ্যাপটিকে অনুমতি দিতে হতে পারে।
আপনার কম্পিউটারে যেভাবে ফেসবুক ভিডিও ডাউনলোড করবেন
কম্পিউটারে ফেসবুক ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে আপনাকে অবশ্য থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার না করা উত্তম। কেন না সেগুলো বিশ্বস্ত নাও হতে পারে এবং এতে আপনার ডিভাইসে ম্যালওয়্যার ঢুকতে পারে।
তবে আপনি ফেসবুক থেকে সরাসরি আপনার কম্পিউটারে ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে নিচের কৌশলটি ব্যবহার করতে পারেন।
১. আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান প্রথমেই তা নির্ধারণ করুন;
২. ভিডিও পোস্টের উপরের ডানদিকের কোনায় থাকা তিনটি হরিজন্টাল ডট সংবলিত ‘মোর আইকন’ এর ক্লিক করুন;
৩. সেখানে কপি লিংক সিলেক্ট করুন;
৪. এ পর্যায়ে নতুন ব্রাউজার ট্যাব খুলে অ্যাড্রেস বারে গিয়ে কপি করা ইউআরএল পেস্ট করুন এবং কী বোর্ডে এন্টার চাপুন;
৫. যখন পেজটি লোড হবে, তখন www এর জায়গায় লিখুন mbasic;
৬. এ পর্যায়ে আবার এন্টার চাপুন। এতে নতুন ইউআরএল লোড হবে। পরে ভিডিওটি একটি মোবাইল ডিভাইসের জন্য অপ্টিমাইজ করা ফরম্যাট দেখতে পাবেন;
৭. তারপর ভিডিওটি প্লে করুন এবং এটিতে রাইট ক্লিক করুন। পরে ‘সেভ ভিডিও এজ’ অপশনে ক্লিক করুন। পরে ভিডিওটির একটি নাম দিয়ে সেভ অপশনে চাপুন;
এভাবে আপনি সহজেই কোনো থার্ড পার্টির অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার ছাড়াই আপনার কম্পিউটারে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে সেভ করতে পারবেন।
সূত্র: বিজনেস ইনসাইডার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।