আন্তর্জাতিক ডেস্ক : গা.জার এক চিকিৎসক তার ছেলে নিখোঁজের কথা জানতে পারেন। তারপর সাত বছর বয়সী শিশুটিকে খুঁজতে পরিবারের সাথে হাসপাতালে আসেন। এক সাংবাদিকের বর্ণনা শুনে তিনি হাসপাতালে আসেন।
ওই সাংবাদিক ধ্বং.সস্তূপের মধ্য থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিলেন। হাসপাতালে শিশুটির নিষ্প্রাণ দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবার।
৭ অক্টোবর হামা.সের আক.স্মিক হাম.লার পর অবরুদ্ধ ছিট.মহলে ইসরাইলি বো.মা.বর্ষণে এরকম ১ হাজার ৫০০টিরও বেশি শিশু নিহ.ত হয়েছে।
এর মধ্যে ইস.রাইলি বিমা.ন হামলা.য় নিহত অনেককে ধ্বংসস্তূ.পের নিচ থেকে বের করে গ.ণকব.রে কবর দেয়া হয়েছে। বিদ্যুতের অভাবে তাদের লা.শ মর্গে রাখা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হা.মাস ইসরাইলে.র বিরুদ্ধে সামরি.ক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হাম.লা শুরু করে ইসরাইল।
এক বিবৃতিতে হামা.সের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার র.কেট বর্ষণের মাধ্যমে ‘অপারে.শন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইস.রাইল গা.জা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।
এদিকে ফিলি.স্তিনের গা.জায় ইসরা.ইলের অব্যাহত বো.মা হামলা.য় নিহ.তের সংখ্যা ৪ হাজার অতিক্রম করেছে।
এই মন্দিরকে নরকের দরজা বলা হয়, যেখানে গেলে আর কেউ ফিরে আসে না
বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যু.দ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।