জুমবাংলা ডেস্ক : চব্বিশের গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘এ কাজে জড়িত রয়েছে ভারতের মিডিয়া।’
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণঅভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।
এ সময় দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, ‘যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন।’
ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন, ‘স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। পতিত সরকার যাতে মাথা চাড়া দিতে না পারে গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে।’
Realme 13+ 5G: কমমূল্যে 8GB RAM ও 256GB স্টোরেজের দুর্দান্ত ফোন
অর্থপাচারের বিষয়ে প্রেস সচিব আরও বলেন, ‘তার (শেখ হাসিনা) লোকজন দেশ থেকে ১৩৪ বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছে। তার লোকজন সাড়ে ৩ হাজার লোককে গুম করেছে। এই জুলাই-আগস্টে ২ হাজার লোককে খুন করেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।