জুমবাংলা ডেস্ক : নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূনের আইনজীবীর দাবি, ইউনেস্কোর পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে; তবে সেটি ইউনূসের দায় নয়। তার অবস্থান এতো উপরে যে তাকে কখনও নিচে নামানো যাবে না। তবে দুদক আইনজীবীর সাফ জবাব, তিনি আসমানে চলে গেলেও তাকে ছাড় দেয়া হবে না।
ড. মুহাম্মদ ইউনূসের পুরস্কার নিয়ে বিতর্ক চলছে। ইউনেস্কো সদর দফতর ও ঢাকা অফিস এরইমধ্যে স্পষ্ট করে জানিয়েছে, এর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। মূলত ইসরাইলি ভাস্কর হেডভা সেরের দেয়া পুরস্কারটি ইউনেস্কোর নামে চালিয়েছেন এই নোবেলজয়ী।
জাতির সঙ্গে প্রতারণার দায়ে ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও ভাবছে ইউনেস্কো জাতীয় কমিশন।
বৃহস্পতিবার ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের ব্যাখ্যা, পুরস্কার পাওয়া নিয়ে ভুলভ্রান্তি হতে পারে। ভুল করে থাকতে পারেন ইউনূস সেন্টারের এক কর্মচারী। ড. ইউনূস দেশে ফিরলে আসল কাহিনি জানা যাবে।
অধীনস্ত কর্মচারীর ওপর দায় চাপিয়ে কি এতবড় প্রতারণা এড়ানো যায়? কেননা ইউনেস্কোর কাছ থেকে পুরস্কার পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজেই জানিয়েছিলেন ইউনূস।
এবার সুর পাল্টে আইনজীবী বললেন, ইউনূসের অবস্থান এতো উপরে যে মামলা বা নেতিবাচক প্রচারণা চালিয়ে তাকে ধরা বা ছোঁয়া যাবে না। ইউনূসকে সমুদ্রের সঙ্গেও তুলনা করা হয়।
তিনি বলেন, ‘ড. ইউনূস তো নিজেই সমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন। তাকে সম্মাননা দেয়ার জন্য বিশ্বের বিভিন্ন সংস্থা, ব্যক্তি উদগ্রীব থাকে। পৃথিবীর ইতিহাসে এতো বড় সম্মানিত ব্যক্তি আজ পর্যন্ত কেউ হয় নাই। তাকে যে ভাষায় শিক্ষামন্ত্রী অপমান করেছেন তার নিন্দা করার ভাষা নেই।’
তবে সমুদ্র, পুকুর দিয়ে অপরাধ বিবেচনা করতে চান না দুদক আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলছেন, ‘ড. ইউনূস আসমানে যেতে পারেন, সেটা আমার জানার বিষয় না। তিনি আইনের ঊর্ধ্বে না। তাকে ছাড় দেয়া হবে না।’
শ্রমিক ঠকানো গ্রামীণ ব্যাংক, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকমে অধ্যাপক ইউনূসের দুর্নীতি থেকে দৃষ্টি এড়াতে ছল-ছাতুরি কাজে আসবে না বলেও মনে করেন খুরশীদ আলম খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।