খেলাধুলা ডেস্ক : সিগন্যাল ইদুনা পার্কের বিখ্যাত ইয়েলো ওয়াল আজ পুরোপুরি ছিল সাদা জার্সির দখলে। ৮১ হাজার মানুষের সমাগম। ডর্টমুন্ড শহরের এই মাঠ সবসময়ই বিখ্যাত ফুটবলীয় উন্মাদনার জন্য। সেটা মিথ্যে হয়নি আজও। নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইতালি এবং জার্মানি। দুই দল মিলে গোল করেছে ৬টি। ম্যাচ হয়েছে ড্র।
কিন্তু আগের লেগে ২-১ গোলে জয়ের সুবাদে সেমিফাইনালের টিকিট কেটেছে জার্মানিই। ২০০৬ বিশ্বকাপের সেমিফাইনালে এই মাঠেই ফ্যাবিও গ্রোসো আর আলেহান্দ্রো দেল পিয়েরোর গোলে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ইতালি। ১৯ বছর পর সেই একই মাঠে দুর্দান্ত খেলেও হার মানতে হলো তাদের।
ম্যাচের ফলাফল জার্মানির পক্ষে গেলেও দুর্দান্ত এক খেলায় মন জয় করেছে তারাই। প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৩-৩ গোলের অসাধারণ এক কামব্যাক দেখিয়েছে লুসিয়ানো স্প্যালেত্তির শিষ্যরা।
ম্যাচের একেবারে প্রথম মিনিট থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় জার্মানি। বাধ্য হয়েই নিজেদের খোলসে গুটিয়ে রাখতে বাধ্য হয়। টানা আক্রমণের পর সাফল্য পেতে অবশ্য ৩০ মিনিট ধৈর্য রাখতে হয়েছিল স্বাগতিকদের। কিন্তু পরের ১৫ মিনিটেই আদায় করে নেয় আরও দুই গোল।
জার্মানির প্রথম গোল ৩০তম মিনিটে। ইতালির মাঠে দলকে সমতায় ফেরানো টিম ক্লাইনডিন্সট ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জার্মানি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন অধিনায়ক জশুয়া কিমিখ।
ছয় মিনিট পর ব্যবধান আরও বাড়ান জামাল মুসিয়ালা। কর্নার ঠেকাতে রক্ষণ সাজানোয় ব্যস্ত ছিলেন ইতালিয়ান গোলরক্ষক ডোনারুম্মা। সেই ফাঁকেই তড়িৎ গতির কর্নার থেকে ফাঁকা পোস্টে গোলে করেন মুসিয়ালা।
আর ৪৫তম মিনিটে কিমিখের ক্রসে কাছ থেকে হেডে গোলটি করেন বায়ার্ন মনশেনগ্লাডবাখের ফরোয়ার্ড ক্লাইনডিন্সট। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৫-১। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচ জমিয়ে দেয় ইতালি।
৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে একটি গোল শোধ করেন মইসেস কিন। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে সফরকারীদের প্রথম গোল এনে দেন কিন। ৬৯তম মিনিটে আরেক গোল করেন ফিওরেন্তিনার তরুণ এই ফরোয়ার্ড।
৭৪ মিনিটে পেনাল্টি পায় ইতালি। যদিও সেটা বাতিল হয় ভিএআর-এর সিদ্ধান্তে। পেনাল্টি অবশ্য ইতালি আবার পায় একেবারে যোগ করা সময়ে। সেখান থেকে গোল করে আশা জাগান রাসপাদোরি। ম্যাচে আসে ৩-৩ সমতা। কিন্তু অ্যাগ্রিগেটে জার্মানি এগিয়ে ছিল ৫-৪ ব্যবধানে।
ম্যাচ অতিরিক্ত সময়ে নিতে আরও এক গোল দরকার ছিল আজ্জুরিদের। কিন্তু এরপর বেশ কিছুক্ষণ খেলা চললেও গোল পায়নি কোন দলই। তাতেই সেমিফাইনাল নিশ্চিত করে জার্মানি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।